চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান উল্টে ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে কালেঙ্গা-রেমা সড়কের কৃষ্ণপুর কবর স্থানের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-৩শত বস্তা সিমেন্ট নিয়ে কাভার্ড ভ্যানটি কুমিল্লা থেকে রওয়ানা দিয়ে উল্লেখিত স্থানে পৌছুলে উল্টে বোরো ফসলি জমিতে পড়ে যায়। এতে জমির ফসলসহ মালামালের ক্ষতি হয়। এ সময় জমির মালি চালককে আটক করে উত্তম-মধ্যম দেয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে চালককে উদ্ধার করে। খবর পেয়ে চুনারুঘাট থানার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী ও সেকেন্ড অফিসার আবু আব্দুল্লা জাহিরসহ একদল পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।