বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ ॥ দলের সিদ্ধান্তের প্রতি আস্থা ও সম্মান রেখে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৮০ বা পড়া হয়েছে

প্রিয় বানিয়াচং উপজেলাবাসী, দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের উপর মামলা-হামলা-নির্যাতন। দেশমাতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে। লক্ষাধিক মিথ্যা ও সাজানো মামলায় কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতা-কর্মীদের কারাগারে আটকে রাখা হয়েছে। চালানো হচ্ছে জুলুম-নিপীড়ন-নির্যাতন। এমতাবস্থায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে উপজেলা নির্বাচন-২০১৯ বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি দলের সিদ্ধান্তের প্রতি আস্থা ও সম্মান রেখে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন কর্মী। দলের চরম দুর্দিনে দলের নেতৃত্ব দিয়েছি। এখনও আছি, আগামীতেও থাকব ইনশাল্লাহ। তাই, নেতাকর্মী ও সাধারণ মানুষ তথা সমস্ত কিছু মাথায় রেখে আমি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিগত উপজেলা নির্বাচনে শত প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মী ও বানিয়াচংয়ের আপামর জনতার অকুন্ঠ ভালবাসায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সততা ও দায়িত্বের সাথে অদ্যাবধি দায়িত্ব পালন করে চলেছি। অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় আপোষহীন। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশমাতা বেগম খালেদা জিয়া মুক্তির জন্য চলমান আন্দোলনে রাজপথ ছাড়িনি। এ কারণে মামলা-হামলার শিকার হচ্ছি। কোন কিছুতেই আমি পিছপা হইনি, হবোও না। নেতা-কর্মীদের সাথে থাকব সবসময়।
নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে আমি অটল। দলের সিদ্ধান্তের প্রতি সম্মান ও শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে সেই ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয়। সেখানে আমি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করতে পারি না।
আমার এই সিদ্ধান্তে দলীয় নেতাকর্মীও আমার শুভাকাংখীরা দুঃখ পেয়েছেন। অনেকে আমাকে স্বতন্ত্র প্রার্থী হবার জন্য অনুরোধ করেছেন। তারা বলছেন বানিয়াচং উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলে আমার বিজয় সুনিশ্চিত। আমিও মনে করি প্রার্থী হলে জণগনের ভালবাসায় আবারো বিজয়ী হতাম। বিএনপি যদি নির্বাচনে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত দিত এবং সেই নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হত, তাহলে আামর বিজয় কেউ ঠেকাতে পারত না। আমি রাজনৈতিক ও উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের ভালবাসা পেয়েছি অফুরন্ত। কিন্তু সর্বোপরি জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আমি দলীয় সিদ্ধান্তের বাইরে নই। খালেদা জিয়াকে কারাগারে রেখে আর কোন নির্বাচনে যাওয়ার পক্ষে আমারও কোন মত নেই। নিশ্চিত বিজয়কে বিসর্জন দিলাম দলীয় সিদ্ধান্তকে সম্মান করে। এর প্রতি আনুগত্য প্রদর্শন করে।
এ ব্যাপারে আমার কোন দুঃখ নেই। আপনারাও দুঃখ পাবেন না। সুদিন আমাদের আসবেই। আমি আছি, আমার প্রিয় বানিয়াচংবাসীর পাশে। সকলের সুখে-দুঃখে। আপানারা সবসময় আমাকে কাছে পাবেন। পূর্বে যেভাবে আপনাদের সাথে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের সাথেই আমি থাকব।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। সকলের দোয়া প্রত্যাশী।
শেখ বশীর আহমদ
উপজেলা পরিষদ চেয়ারম্যান
বানিয়াচং, হবিগঞ্জ। যুগ্ম আহবায়ক
বানিয়াচং উপজেলা বিএনপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com