বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ পৌরসভার সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ জনগনের উপর কোন করের বোঝা না চাপিয়ে আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে পৌরসভাকে সমৃদ্ধ করতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ট্রাক টার্মিনাল নির্মাণ, বাস টার্মিনালের আধুনিকায়ন, ডাম্পিং সাইট বাস্তবায়নসহ নানা পদক্ষেপ গ্রহনে কার্যকরী ভূমিকা পালনে পৌরপরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। জনগনের সেবায় পৌরসভাকে যেকোন সহযোগিতা দিতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন এমপি। হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ সব কথা বলেন তিনি। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় এডঃ মোঃ আবু জাহির হবিগঞ্জ পৌরসভায় পৌছুলে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসসহ পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এর পর পরই হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুলের তোড়া দিয়ে এমপিকে শুভেচ্ছা জানান। প্রথমেই পৌরসভার সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, উন্নত বিশ্বে জনগনকে সেবা দিতে সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে স্থানীয় সরকার বিভাগ। ওই সকল দেশের মতো আমাদের স্থানীয় সরকারকেও শক্তিশালী করে তোলতে হবে। তিনি বলেন পৌরসভার মূল বিষয় হওয়া উচিত জনগনের উন্নত সেবা নিশ্চিতকরন। আবু জাহির এমপি বলেন, জনগনের উপর কোন করের বোঝা চাপিয়ে নয় বরং আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে পৌরসভাকে সমৃদ্ধ করে জনগনের সেবার মান বাড়াতে হবে। মতবিনিময় সভার পর হবিগঞ্জ পৌরসভার মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি হবিগঞ্জ পৌর এলাকার যানজট নিরসন, অবৈধ টমটম চলাচল বন্ধকরন, স্থাপনা নির্মাণে বিল্ডিং কোড বাস্তবায়নসহ পৌরবাসীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প স্বচ্ছতার সাথে সমাপ্তকরণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পৌরসভার জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীসহ সবাই সততা, নিষ্টা ও দায়িত্বশীলতার সাথে স্বস্ব দায়িত্ব পালন করলে অবশ্যই পৌরসভার ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল, পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com