বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল অবাঞ্ছিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ৫৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলামকে রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ের বিরুদ্ধে আদালতে স্বাক্ষ্য দেওয়ায় গত শনিবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কালীপ্রসন্ন দাস, প্রধান শিক্ষক শাহ মোঃ মোশাহিদ আলী, অভিভাবক সদস্য সফী মিয়া, মোঃ আব্দুল মুকিত, হাসান আলী, আমিরুল ইসলাম চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য জিহাদ মিয়া, শিক্ষক সদস্য মোঃ মনিরুজ্জামান, মো: আজাদুর রহমান, মহিলা শিক্ষক সদস্য শিখা ঘোষ, মহিলা অভিভাবক সদস্য সুরেহা খাতুন।
সভায় বলা হয় রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ দিকে অবস্থিত ১৮ শতক জায়গা দখল করে উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র আজিজ আহমেদ মেরাজ মিয়া ঘর নির্মাণ করেন। এলাকার মুরুব্বীগণ উক্ত ভূমি উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৯ সালে আদালতে একটি স্বত্ব মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২২ অক্টোবর কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিদ্যালয়ের বিপক্ষে স্বাক্ষ্য প্রদান করেন। এ জন্য সভায় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করে তাকে রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com