রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু এলাকায় শোকের ছায়া শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে-জালাল আহমেদ নবীগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক আব্দুল হান্নান-এর আহ্বান নবীগঞ্জে রিমনের মৃত্যুতে শহরে থমথমে পরিস্থিতি পুলিশের টহল জোরদার ॥ মার্চেন্ট এসোসিয়েশনের সভা স্থগিত মায়ের কবরের পাশে হত্যার শিকার রিমন দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে-সৈয়দ শাহজাহান জনি হত্যা মামলার আসামি সাজুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বানিয়াচং মডেল প্রেসক্লাব পূনর্গঠন সভাপতি লিটন, সম্পাদক সফিকুল নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

বানিয়াচংয়ে ইউএনও মামুন খন্দকার ॥ শ্রেণিকক্ষে কোমলমতি ছাত্রদের পাঠদানে যতœশীল হতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৬৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার বলেছেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত। অতএব তাদের প্রতি যতœশীল হওয়ার কোন বিকল্প নেই। প্রাইমারী ভীত যদি সুন্দর করে গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতও সুন্দর হবে। প্রতিটি শ্রেণিকক্ষে কোমলমতি ছাত্রদের পাঠদানে যতœশীল হতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই হবে প্রধান। পাশাপাশি অভিভাবকদেরও আন্তরিকতার সাথে তাদের ছেলে মেয়ে ঠিকমত স্কুলে যাচ্ছে কি-না, সে বিষয়ে কঠোর নজর রাখতে হবে। গতকাল মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মানসম্মত প্রাথমিক শিক্ষার লক্ষ্যে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম খোকন এর সভাপতিত্বে ও সাংবাদিক মখলিছ মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাসিবুল ইসলাম, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষে মোঃ সাদিক আহমেদ, রীতা গোপ, শিক্ষকদের পক্ষে আফরোজা বেগম, উর্মি ভট্টাচার্য্য প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন মোঃ আরমান মিয়া, গীতা পাঠ করেন অম্লান কান্তি গোপ। অনুষ্ঠানের শেষাংশে গত বছরের পিএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি ৭ জন ছাত্রের হাতে পুরস্কার তোলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com