মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে ৪র্থ শ্রেনীর ছাত্রিকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ্য অবস্থায় ওই ছাত্রীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ছাত্রীর মা জানান, উপজেলার ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ও তার বোন ২য় শ্রেনীর ছাত্রী গতকাল বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ১১টার দিকে বাড়ীর পাশে একটি কাঠ বাগানে লাকড়ি খুড়াতে যায়। সেখানে একই গ্রামের শিশু মিয়া কৌশলে ওই ছাত্রীর বোনকে টাকা দিয়ে মজা খেতে দোকানে পাঠিয়ে দেয়। নির্জন ওই বাগানে শিশু মিয়া ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় মেয়ের সুর-চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে মেয়েটিকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হবিগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এস.এম. রাজু আহমেদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।