স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোঃ শামছু মিয়া। গতকাল মঙ্গলবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবিদুর রহমানের কাছ থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি সকলের ভোট, দোয়া, আর্শিবাদ ও সহযোগীতা কামনা করেছেন। আগামী ৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১ এপ্রিল ভোট গ্রহন করা হবে।
উল্লেখ্য, মোঃ শামছু মিয়া দীর্ঘ দিন যাবত হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাথে সম্পৃক্ত। এছাড়াও তিনি সমাজ উন্নয়নমূলক কাজের সাথে জড়িত এবং রিচি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার।