বুধবার, ০১ মে ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শচীন্দ্র কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৩২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রতি বছরের ন্যায় বানিয়াচং উপজেলার শচীন্দ্র কলেজের ২০১৮ সালের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে কলেজের নিজস্ব  খেলার মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ও বানিয়াচং-আজমিরিগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব এড.আব্দুল মজিদ খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার। প্রথমে অতিথিগণ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের শতাধিক ছাত্র-ছাত্রীরা প্রায় ১২টি ইভেন্টে অংশগ্রহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এডঃ আব্দুল  মজিদ খান বলেন, খেলাধূলা মেধা ও মনন বিকাশের অন্যতম মাধ্যম। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলায়ও অংশ নিতে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ গঠন করে শৃঙ্খলাবোধের মাধ্যমে ছাত্র- ছাত্রীদের দেশপ্রেমী হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সুস্থ থাকতে হলে প্রতিদিন ভোরে হাটাঁহাটিঁর অভ্যাস গড়ে তুলতে হবে। শচীন্দ্র কলেজের অধ্যক্ষ এসকে ফরাশ উদ্দীন আহমেদ শরীফীর সভাপতিত্বে ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির সদস্য সচিব শরীরচর্চা শিক্ষক রণজিৎ কুমার দাসের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের জিবি সদস্য মোঃ আলাউদ্দিন মিয়া সহ কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও রোভার স্কাউট দলের সহযোগিতায় শচীন্দ্র কলেজের ২০১৮ সালের ক্রিড়া প্রতিযোগিতা প্রাণচাঞ্চলের মধ্য দিয়ে সুসম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com