বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩০তম জন্ম উৎসব পালন

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কুলাউড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য্য বলেন, ঠাকুর অনুকুল চন্দ্রের আদর্শ মানুষকে সহনশীল ও দয়ালু হতে শিক্ষা দেয়। যুগপুরুষোত্তম ঠাকুর অনুকুল চন্দ্র ছিলেন সমাজের গুড়ামী ও অজ্ঞতা দুর করে পরিবর্তনের মাধ্যমে মানব ধর্ম প্রতিষ্টার গুরু। সমাজের উচু-নীচু ভেদাভদ দুর করে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরী করার মুল কারিগর। তাই আজ বিশে^র বিভিন্ন দেশে ঠাকুর অনুকুল চন্দ্রের প্রতিষ্টিত সৎসঙ্গের আশ্রয়ে কোটি কোটি মানুষ আশ্রায়িত হয়ে তার অনুসরন করে চলছে। তিনি গত শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উগ্যোগে কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রে ১৩০তম জন্ম উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উৎসব কমিটির সভাপতি শিক্ষক রাখাল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৎসঙ্গের প্রচারক অধ্যাপক আশোতোষ দাশ এসপিআর, শ্যামাপদ ভট্টাচার্য্য নেপাল এসপিআর, নিরঞ্জন চন্দ নেপাল এসপিআর, অর্নিবান চৌধুরী অধুর্য্য, করুনাময় দেব ঝুনু অধুর্য্য।
বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, রশময় শীল। এতে স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক তনয় কান্তি ঘোষ অঞ্জন।
পরে উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের  সিলেটের ফোক শিল্পী লাভলী দেব, চ্যানেল এস শিল্পী বিন্দু বাবু, ডাঃ মিহির লাল সরকার, পাপড়ী সরকার ভাবনা, গোপেশ চন্দ্র দাশ, সুনীল রায়, ডাঃ নরেশ চন্দ্র দাশ, উত্তম কুমার পাল হিমেল, ফুলন রানী দাশ, প্রদীপ চন্দ্র দাশ, লিটন শীল, মাধবী সরকার রিমি, রুবেল দেব, তমা রায় তুলি, লী পুর্নিমা দাশ ¯েœহা। এতে সহ¯্রাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে এবং ৪২ জন দীক্ষা গ্রহন করেন। অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, হবিগঞ্জ জেলা সৎসঙ্গের সাংগঠনিক সম্পাদক এডঃ অর্জুন চন্দ্র রায়, আশীষ চন্দ্র দেব, বরুন সরকার, প্রমথ চক্রবর্ত্তী বেনু, সাধন চন্দ্র দাশ, রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু অমলেন্দু সুত্রধর, গীতিকার জাহাঙ্গীর আলম রানা, ফয়েজ রেজা, নিখিল সুত্রধর, সুব্রত কুমার দাশ, সজল চন্দ্র দাশ, বিধু ভুষন গোপ, মিহির লাল সরকার, তাপস বনিক, সুনীল সরকার, দিপক চন্দ্র পাল, গৌর, মোহন দাশ, পলাশ চন্দ্র দাশ, নিতেশ দাশ, নয়ল লাল সরকার, সজল চন্দ্র দেব, রতিশ চন্দ্র দাশ, দিপন চন্দ্র দাশ, বৌদ্ধ গোপ, নয়ন চন্দ্র দাশ, নময় মনি সরকার, হৃদয় শীল, অর্পন বনিক, রনি গোপ, অনিক সরকার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com