শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

হবিগঞ্জ প্রেসক্লাবের বাজেট সাধারণ সভা ও বনভোজন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১৪ বা পড়া হয়েছে
KODAK Digital Still Camera

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ প্রেসক্লাবের বাজেট সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্ট এ বাজেট সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত     হয়। বনভোজনে হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল সকাল ৯টায় দু’টি বাস যোগে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ ক্লাবের বাজেট সাধারণ সভা ও বনভোজন শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করেন। সংরক্ষিত এ রিসোর্টটিতে টিলাঘেরা বাগান, মনোরম পরিবেশে ফুলের বাগান, সুইমিংপুল ও ওয়াচ টাওয়ার অংশগ্রহনকারীদের মনকাড়ে। একদিকে যেমন রিসোর্টটিতে বাগান, অন্যদিকে উচু উচু টাওয়ার থেকে দেখা যায় প্রাকৃতিক দৃশ্য। এছাড়াও রিসোর্টটিতে রয়েছে সুন্দর সুন্দর বাংলো। এতে খোলামেলা পরিবেশে অংশগ্রহণকারীরা আনন্দ উপভোগ করেন।
দুপুরে রিসোর্টে অনুষ্ঠিত হয় হবিগঞ্জ প্রেসক্লাবের ২০১৮ সালের বাজেট ও সাধারণ সভা। ক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, এডঃ রুহুল হাসান শরীফ, হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, মোফাজ্জল সাদাত মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শফিকুল আলম চৌধুরী, বাদল রায়, সৈয়দ এখলাছুর রহমান খোকন, আলমগীর খান, রাশেদ আহমদ খান, শরীফ চৌধুরী, জিয়া উদ্দিন দুলাল, এম এ মজিদ, নুরুজ্জামান ভূইয়া মামুন, সায়েদুজ্জামান জাহির, আবু হাসিব খান চৌধুরী পাবেল, এস এম সুরুজ আলী প্রমুখ।
এছাড়া বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী ও রিসোর্টের চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের ২০১৮ সালের বাজেট পাশ করা হয়। দুপুরের খাওয়া দাওয়ার পর মনোমুগ্ধকর পরিবেশে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন, পিন্টু দেব, মিঠুন রায় ও রাসেল আহমেদসহ বিভিন্ন শিল্পীরা। পরে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর ও মহিলাদের মাঝে বিভিন্ন খেলাধুলা। খেলাধুলা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি-বিশেষ অতিথিসহ ক্লাব নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com