স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাত ৯টায় শ্রীমঙ্গল উপজেলা হবিগঞ্জ রোডস্থ উপজেলা প্রেসক্লাবের কার্য্যালয়ে সংগঠনের সদস্যদের সাধারণ সভার মাধ্যমে সাপ্তাহিক জয়বার্তা পত্রিকার স¤পাদক এডভোকেট এ.এস.এম আজাদুর রহমানকে সভাপতি ও একুশে টেলিভিশনের প্রতিনিধি বিকুল চক্রবর্তীকে সাধারণ স¤পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, আর টিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি অসিম পাল শ্যামল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার প্রতিনিধি রজত শুভ্র চক্রবর্তী, মাইটিভি প্রতিনিধি সঞ্জয় কুমার দে, দৈনিক জনতা’র মো.সাজন আহমেদ রানা। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন দৈনিক অর্থকাল পত্রিকার কাউছার আহমেদ রিয়ন, দপ্তর স¤পাদক পদে দৈনিক আমার বার্তা মো. জহিরুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক বাংলা টিভির বিক্রমজিৎ বর্ধন, ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক পদে দৈনিক প্রথম আলো শ্রীমঙ্গল সংবাদদাতা শিমুল তরফদার, অর্থ সম্পাদক হলি সিলেট পত্রিকার সুমন বৈদ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক শাকিল।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সাপ্তাহিক শ্রীভূমি সম্পাদক এম.এ.রহিম, জনকন্ঠ পত্রিকার চৌধুরী নিহারেন্দু হোম সজল, জয়বার্তা প্রধান সম্পাদক লুৎফুর রহমান, বাংলাদেশ বেতার প্রতিনিধি সৌমেন সিংহ, শুভ প্রতিদিন এর সব্যসাচী পুরকায়স্থ মিথুন, দৈনিক মৌলভীবাজার বার্তা দেলোয়ার হোসেন রাহিদ, দৈনিক বাংলার দিন প্রতিনিধি মসুদুর রহমান মসুদ, ডেইলি সিলেট টুডে রাজু দেব রিটন।
সাধারণ সদস্যরা হলেন, হুমায়ুন কবীর রিপন, মিন্টু দেশোহারা, এস.এ. হামিদ, জয়দ্বীপ চক্রবর্তী, তাপস ঘোষ, রাসেল আহমেদ, কে.এস.এম. আরিফুল ইসলাম, মোঃ আলাল আহমেদ, রুপম আচার্য্য, এসকে দাশ সুমন, প্রিতম পাল প্রমুখ, কাজল হাজরা, জীবন কান্তি দেব।