বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

এক মাছের দাম আড়াই কোটি টাকা!

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৪৮৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ একটি মাছের দাম ৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি অর্থমূল্যে ২ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ১৫০ টাকা। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। জাপানের টোকিওতে মাছের পাইকারি বাজার সুজিকি মার্কেটে গত শুক্রবার একটি দৈত্যাকৃতি নীল টুনার (সার্ডিন জাতীয় মাছ) নিলামে এ দাম উঠেছে, যা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। এটিই এশিয়ার সবচেয়ে বড় মাছের বাজার।
ভোরের কাগজ’র প্রতিবেদন থেকে জানা গেছে, ওই বাজারে প্রতি বছরই জানুয়ারির প্রথম সপ্তাহে মাছের নিলামের আসর বসে। তবে কোনো বারই এত দামে কোনো মাছ বিক্রি হয়নি। মাছটি কিনেছেন টোকিওর বিখ্যাত রেস্তোরাঁর মালিক হিরোশি ওনোদেরা। তিনি বলেছেন, আমার রেস্তোরাঁর ক্রেতাদের জন্য এটা একটা দারুণ উপহার হবে। নতুন বছরের শুরুতেই এ রকম একটা মাছের তৈরি কিছু পদ ক্রেতাদের হাতে তুলে দিতে পেরে আমার দারুণ লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com