প্রেস বিজ্ঞপ্তি ॥ অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, চাল-পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমানোর দাবীতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার ডাকা হরতালের সমর্থনে গতকাল রবিবার শহরের খোয়াই ব্রীজ ও আনোয়ার বাইপাস মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও জেলা বাসদ (মার্কসবাদী) নেতা শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড জুনায়েদ আহমেদ এডভোকেট, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হুমায়ুন খান। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন জেলা উদীচী নেতা জয়দ্বীপ দাস, মাসুদ পারভেজ, শ্রীপ্রসাদ চৌহান প্রমুখ।
সভায় বক্তাগণ সরকারের গণবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং বলেন চাল, পেয়াজসহ নিত্যপণ্যের দাম বাড়ানোর কারণে মানুষ যখন দিশেহারা সেই মুহুর্তে ৮ম বারের মত বিদ্যুৎতের দাম বাড়িয়ে জনগণের উপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর আহবান জানানো হয়। বর্ধিত বিদ্যুতের দাম প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তাগণ আরো বলেন আগামী বৃহস্পতিবার জনগণ রাস্তায় নেমে হরতাল পালনের মাধ্যমে সরকারের এই নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।