শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

গীতিকার কাশীনাথ দাশের ১০৬তম জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ৪৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শ্রীমদ্ভাগবত-এর কাব্যানুবাদক সমাজ সংস্কারক ও প্রখ্যাত গীতিকার শ্রী কাশীনাথ দাশ তালুকদারের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর মদন মোহন কলেজ ও সিলেটের শহীদ সোলেমান হলে কাশীনাথ স্মৃতি সংসদের আয়োজনে অধ্যাপক রতীশ চন্দ্র দাশ তালুকদারের সভাপতিত্বে ও কবি সঞ্জয় কুমার নাথের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে। প্রধান বক্তার বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে বলেন, কাশীনাথ ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ, আজ আমরা তার জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি এমন কিছু কাজ করে গেছেন যার জন্য আমরা আজীবন তাকে অন্তরে লালন করে রাখব। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি নৃপেন্দ্র লাল দাশ, লেখক মনোজ বিকাশ দেব রায়, ব্যাংকার নীরেশ চন্দ্র দাশ, সাংবাদিক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, আইডিয়ার নির্বাহী প্রধান নজমুল হক, বাউল শিল্পী আব্দুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজের পরিচালক মুকির হোসেন চৌধুরী, অধ্যক্ষ ননী গোপাল রায়, ব্যাংকার গোপেশ চন্দ্র সূত্রধর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাশীনাথ দাশ তালুকদারের পুত্র প্রমথেশ দাশ তালুকদার। অনুষ্ঠানে কাশীনাথ স্মৃতি সংসদকে বই উপহার দেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের পরিচালক মুকির হোসেন চৌধুরী। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল আব্দুর রহমান, বাউল বশির উদ্দিন সরকার, বিজন রায়, ঝলক চৌধুরীসহ অন্যান্য শিল্পীবৃন্দ। খবর বিজ্ঞপ্তির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com