নবীগঞ্জ প্রতিনিধি ॥ মায়ানমারে মুসলিম গনহত্যা, নির্যাতনের প্রতিবাদে নবীগঞ্জের আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ জোহর আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন আউশকান্দি দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মুহাম্মদ ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন তালামিযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ অফিস সম্পাদক মোঃ লিয়াকত আলি তালুকদার, হবিগঞ্জ জেলা তালামিযের সাধারন সম্পাদক মনজুর ইসলাম, নবীগঞ্জ পৌর তালামিয সভাপতি শাহ মহসিন ইসলাম, আউশকান্দি দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ শামসুর রহমান, কুর্শি মাদ্রাসার শিক্ষক মাওঃ সাজ্জাদুর রহমান, শাহ জালাল লতিফিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ নুমান আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন মাওঃ আফজল হুসেন, মাওঃ আঃ বারি, মাওঃ নজম উদ্দিন, হাফেজ ইব্রাহীম আলী, হাফেজ ছালিক আহমদ, মাওঃ ইউনুস আলী, হাফেজ মোঃ আবু সুফিয়ান হারুন, মাওঃ আবদুল কাইয়ুম, আবদুল মোহাইমিন, শফিকুর রহমান, মাওঃ আবদুন নুর, সিজিল ইসলাম সেজলু, কামরুজ্জামান, আঃ আজিজ, মাশুক মিয়া, মোঃ আবু সুফিয়ান। পরিশেষে মাওঃ ইমরান আহমদের দোয়ার মাধ্যামে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।