বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৩ জুলাই

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ৪৫৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৩ জুলাই প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রুহী রহমান জানান, ২৩ জুলাই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুল দেয়ার পর দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। তবে সংবাদ সম্মেলনের সময় মন্ত্রী সিলেট সফর শেষে ফিরে এলে ঠিক করা হবে বলে জানান তিনি।
সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে এইচএসসির ফল ঘোষণার জন্য আগামী ২৩ ও ২৪ জুলাই প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। ২৩ জুলাই রবিবার। আর ২৪ জুলাই সোমবার। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক রয়েছে। সে কারণে রবিবারই প্রধানমন্ত্রীর সময় দেয়ার সম্ভাবনা বেশি।
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, ‘এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৩ অথবা ২৪ জুলাই প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর সম্মতির পরে তারিখ চূড়ান্ত করা হবে। বোর্ড থেকে সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’ এ বছর দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এইচএসসির লিখিত পরীক্ষা গত ২ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয় ১৫ মে। আর ব্যবহারিক পরীক্ষা ২৫ মে শেষ হয়েছে।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। সেই হিসেবে আগামী ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে। ইতিমধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২৩ ও ২৪ জুলাই সম্ভাব্য তারিখ ধরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর সময় পাওয়ার পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করবে শিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com