স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাদতপুর গ্রামে নিপা আক্তার (২০) নামের এক গৃহবধুকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যৌতুকের দাবিতে তার স্বামী ফরহাদ মিয়া তাকে গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দিয়েছে বলে জানান নিপা আক্তার। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত নিপা জানান, ২ বছর আগে ওই গ্রামের ফরহাদ মিয়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে ফরহাদ তাকে নির্যাতন করতো। গত দুই দিন ধরে একই দাবিতে ফরহাদ নিপাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন চালায়। বৃহস্পতিবার সকালে ফরহাদ একটি খুন্তি গরম করে নিপার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দেয়। এতে নিপার শরীর ঝলসে যায়। নিপার চিৎকারে আশপাশের প্রতিবেশিরা এগিয়ে এলে তার স্বামী ফরহাদ মিয়া পালিয়ে যায়।