বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রমজানে গরুর মাংস ৪৭৫ খাসি ৭২৫ টাকা কেজি

  • আপডেট টাইম বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৪২৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ রমজান মাসের জন্য মাংসর দাম নির্ধারণ করে দিয়েছেন ঢাকা দক্ষিণের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তার ঘোষিত দাম অনুযায়ি বিক্রেতাদের দেশী গরুর মাংস প্রতি কেজি ৪৭৫ টাকা, ভারতীয় গরুর মাংস ৪৪০ টাকা, খাসীর মাংস ৭২৫ টাকা, বকরী ও ভেড়ার মাংশ ৬২০ টাকা এবং মহিষের মাংস ৪৪০ টাকায় বিক্রি করতে হবে। কেউ বেশি দামে বিক্রি করলেই তাকে শাস্তির আওতায় আনা হবে। মঙ্গলবার নগর ভবনে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মহানগরীর বিভিন্ন মাংশ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে এ মূল্য নির্ধারন করেন। শুধু কাঁচাবাজারের মাংসের দোকান নয়, ডিপার্টমেন্টাল স্টোরসহ মাংস বিক্রি করে এমন সব দোকানের জন্যই এ দাম প্রযোজ্য হবে।
মতবিনিময়ে প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত এই দর মেনে চলার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন মেয়র। দাম তদারকি করতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ব্যবসায়ীদের প্রতিনিধি এবং কর্পোরেশনের প্রতিনিধি সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হবে । এ কমিটি বাজার দর যাচাই-বাছাই করবে এবং কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মেয়র। সাঈদ খোকন বলেন, রমজানের পবিত্রতা রক্ষাসহ ধর্মপ্রাণ মুসল্লীদের যাতে কোন সমস্যা না হয় সেজন্য রেষ্টুরেন্ট, ফল, ক্লাব, বার, ইমাম সমাজের  সাথে ইতোমধ্যেই মতবিনিময় করেছেন। এসময় মুসল্লীদের খেদমতে একটু কম লাভে সঠিক ওজনে ভালো মানের মাংস বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। মাংস ব্যবসায়ীরা একটি স্থায়ী পশুর হাটের দাবীসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মেয়র তাদের জন্য একটি স্থায়ী পশু হাটের ব্যবস্থা করা হবে বলে জানান। এমসয় মেয়রের সঙ্গে আলোচনার মাধ্যমে মাংস ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন।
মাংস ব্যাবসায়ী সমীতির মহাসচিব রবিউল অভিযোগ করে বলেন, গাবতলী গরুর হাটের ইজারাদারদের অত্যাচারের কারণে তারা ব্যবসা করতে পারছেন না। সিটি করপোরেশনের কর্মকর্তাদের অভিযোগ জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম আসার পর থেকে সেখানে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাঁদাবাজি বন্ধ হলে ঢাকার মানুষকে ৩০০ টাকা কেজিতে মাংস খাওয়ানো যাবে বলেও তিনি দাবি করেন। সম্পাদনা : হাসান আরিফ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com