নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যার সাথে মিশে আছে বাঙ্গালী জাতির শত শত বৎসরের ইতিহাস ঐতিহ্য। সুখ-দুঃখ, হাঁসি-কান্না, কৃষ্টি-কালচার, চিন্তা-চেতনায় বাঙ্গালীর হৃদয়ের মাঝে মিশে আছে বাংলা নববর্ষ। তাই পহেলা বৈশাখের ঐতিহ্যকে ঠিকিয়ে রাখতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সুস্থ ধারার সংস্কৃতিই পারে যুব সমাজকে জঙ্গিবাদ সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে। তাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। শুক্রবার ১৪২৪ বঙ্গাব্দ পহেলা বৈশাখ উপলক্ষে নবীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বর্ষ বরণ আনন্দ উৎসবের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নবীগঞ্জ জে কে হাই স্কুল মাঠে প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতি জোটের আহ্বায়ক মোঃ সেলিম মোস্তাফিজের সভাপতিত্বে ও জোটের অন্যতম নেতা ডাঃ গীতিকবি বিপ্লব দাশ, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অথিতি ছিলেন, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌর প্যানেল মেয়র বিশিষ্ট সাংবাদিক এটিএম সালাম, সম্মিলিত সাংস্কৃতি জোট হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক অনিরূদ্ধ কুমার ধর (শান্তনু), যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন খান, সম্মানিত সদস্য ওসমানগণী রুমি, নবীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মন্ডলীর সদস্য মিজানুর রহমান চৌধুরী নিলু, ওস্তাদ জি এম সোনা মিয়া, রাখাল দাশ, এখলাছুর রহমান আজাদ, গীতিকার মামুনুর রশিদ, মোঃ শাহানুর হোসেন চৌধুরী সোহান, গীতিকার গোপাল রায়, এডঃ আব্দুল বাছিত, গীতিকার বিরহী রাজু, শাহ নিজাম উদ্দিন, শিল্পী সমুজ আহমেদ, তজমুল খান, সেজু আহমেদ, হাবিবুর রহমান হাবিব।
উপস্থিত ছিলেন, গীতিকবি মিল্টন তালুকদার, সাংবাদিক জাকারিয়া আহমেদ, শিল্পী মাজহারুল মাজা, আলী শাহান, অনির্বাণ নাগ অনি, সোহেদ আহমদ, রেদুওয়ান আহমেদ, টিটু আচার্য্য, ফকির জাহাঙ্গির, মোস্তফা আহমেদ, শাহিন আহমেদ, দুলাল আহমেদসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। এর পূর্বে সকাল ৯টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে বিশাল মঙ্গল শোভাযাত্রা উপজেলা প্রশাসনের সাথে অংশগ্রহণ করে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে।