চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আলোনিয়া গ্রামের বড়বাড়ী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বড়বাড়ি গ্রামের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব মদরিস মহালদারের সভাপতিত্বে ও সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সমুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শফিউল আলম তালুকদার মানিক, চুনারুঘাট পৌর যুবলীগ সভাপতি নাজিম রেজা, মিরাশী ইউপি আওয়ামীলীগ সভাপতি ইদ্রিস আলী আলতা মিয়া, সেক্রেটারী আব্দুস ছামাদ আজাদ, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী সাইফুল আলম রুবেল, জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সেক্রেটারী এসএম নবিউর রহমান নবীন, চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম কাপ্তান, চুনারুঘাট ব্যকস সেক্রেটারী ছিদ্দিকুর রহমান মাসুদ, আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুরের সত্ত্বাধীকারী আলহাজ্ব আতহার আলী, যুবলীগ নেতা সাইফুল ইসলাম লিটন চৌধুরী, সৌদি প্রবাসী আলহাজ্ব উসমান গনি ও আলহাজ্ব ফয়ছল চৌধুরী প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার আলনিয়া বড়বাড়ী মসজিদের ভিত্তিপ্রস্ততর স্থাপনে উদ্যোক্তা সৌদি প্রবাসী রফিকুল ইসলাম রফিকের আয়োজনে চুনারুঘাট উপজেলা বিভিন্ন সমাজসেবক উক্ত মসজিদে অনুদান প্রদানের আশ্বাস দেন। মসজিদের অনুদানের ব্যক্তিরা হলেন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের ২ লাখ টাকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সমুন ১ লাখ, তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম ১ লাখ, ইতালী প্রবাসী আজিজুর রহমান আজিজ ২০ হাজার, আলহাজ্ব মদরিস মহালদার ৫০ হাজার, যুবলীগ নেতা লিটন চৌধুরী ৫ হাজার, সৌদি প্রবাসী রফিকুল ইসলাম রফিক মসজিদের যাবতীয় ইটসহ বিভিন্ন সহযোগিতা করবেন এবং মসজিদের পাশে তিনি তার নিজ সম্পত্তি থেকে একটি ঈদগা দান করেন। এছাড়াও মসজিদের নির্মাণ কাজের জন্য স্বেচ্ছায় অনুদান দিয়ে সহযোগিতা করতে বিশেষভাবে আহ্বান করা হয়।