বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের শহরে স্কুলছাত্র হত্যার ঘটনায় সাজু মিয়ার ৩ দিনের রিমান্ড নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন স্থগিত সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ লাখাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের নির্যাতনের শিক্ষার এক স্কুল শিক্ষক আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারের রাস্তা বেহাল দশা বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি’র পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক নবীগঞ্জে সেনা-পুলিশের কঠোর অবস্থানে বন্ধ জরুরি পরিষেবা, ওষুধের সংকটে বিপাকে রোগীরা নবীগঞ্জে পরীক্ষা শেষে বাড়ি ফেরা পথে নির্যাতনের অভিযোগ ! পাইকপাড়ায় ভাই বোন অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩ ডিসি অফিসের গেইটের সামনে যুবলীগ কর্মীকে মারপিট ॥ পুলিশে সোপর্দ

সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পরলোকগমনে বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি’র পরলোকগমনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক
প্রেস বিজ্ঞপ্তি ॥ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, প্রবীণ পার্লামেন্টারিযান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আইন বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার সাবেক সেনা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ।
জেলা জাপা’র শোক
প্রেস বিজ্ঞপ্তি ॥ বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি। সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃত্তিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, হবিগঞ্জ জেলা সদস্য সচিব শংকর পাল।
নবীগঞ্জ
নবীগঞ্জ প্রতিনিধি জানান, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি’র পরলোকগমনে নবীগঞ্জের আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মোক প্রকাশ করেছেন। শোকজ্ঞাপনকারী নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী এক বিবৃতিতে বলেন, বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্ব একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে বৃহত্তর সিলেটে আওয়ামী পরিবারে একজন অভিভাবক হারালো। আরো যারা শোক প্রকাশ করেছেন তাঁরা হলেন, সাবেক মন্ত্রী মরহুম ফরিদ গাজীর পুত্র আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আলম, সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন, সাধারন সম্পাদক সাইদুর রহমান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, কালী পদ ভট্টাচার্য্য, বাদল কৃষ্ণ বনিক, সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার শোক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ তপন কুমার দাশগুপ্ত, সাধারণ সম্পাদক এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, হবিগঞ্জ পৌর কমিটির সভাপতি ভূপিকা রঞ্জন দাস, সাধারণ সম্পাদক শ্রীমন্ত রায়, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শ্রীমন্ত রায়, সদস্য সচিব এডঃ রনধীর দাস, গণতান্ত্রিক আইনজীবি সমিতির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এডঃ রনধীর দাস, গণতান্ত্রিক আইনজীবি সমিতির সাবেক সহ-সভাপতি এডঃ মুরলী ধর দাশ, সাবেক ছাত্রনেতা সুধাংশু তালুকদার, উদীচীর সাবেক সভাপতি আজমান আহমেদ, সহ-সভাপতি আজিজুর রহমান কাউছার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com