বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার তফসিল ঘোষনা করেনি নির্বাচন কমিশন। তবুও বসে নেই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। ইতি মধ্যেই ৪ বিএনপি নেতা প্রার্থীতা ঘোষনা করেছেন। তারা হলেন, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, জেলা বিএনপি নেতা শেখ বশির আহমেদ। ভোটারদের নিকট ভোট প্রার্থনাও করছেন তারা। তবে দলের নীতি নির্ধারকরা আগামীকাল সোমবার উপজেলা বিএনপির ১২৭ জন ও অঙ্গ সংগঠনের ৪০ জনকে নিয়ে একক প্রার্থী মনোনীত করতে জরুরী বৈঠক আহ্বান করেছেন। এদিকে প্রার্থীরা দলীয় ভোটারদের মন জয় করতে মরিয়া। তৃণমূল নেতারা বলছেন বিএনপির শক্তিশালী একক প্রার্থী চাই।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশন নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন জানান, সংসদ নির্বাচনে সরকার পরিবর্তন হয়। কিন্তু স্থানীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়না। তিনি বলেন, উপজেলা নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। তাই নেতা-কর্মী ও জনগণ ভোট কারচুপি ঠেকাতে সর্বোচ্চ পাহাড়া দিতে প্রস্তুত রয়েছেন। ডাঃ জীবন আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোট চুরি ঠেকাতে পারলে সিটি কর্পোরেশনের ন্যায় উপজেলা নির্বাচনেও দেশের প্রায় শতভাগ উপজেলায়ই বিএনপি ও ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী বিজয়ী হবে।
তৃণমূলে অনুসন্ধানকালে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, তারা বিএনপি ও ১৯ দল থেকে যে কোন মূল্যে ১ জন প্রার্র্র্থী চায়। সূত্র জানায়, বিএনপি থেকে একক প্রার্থী মনোনীত করতে আগামীকাল ডাঃ সাখাওয়াত হাসান জীবনের কামালখানীস্থ হাসান মঞ্জিলে বিএনপির উপজেলা ও ইউনিয়নের মোট ১২৭ জন ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪০ জনসহ ১৬৭ জন প্রতিনিধিকে নিয়ে বিশেষ জরুরী সভার আহ্বান করা হয়েছে। ৮ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদ মিয়া জানান, নির্বাচনে কেন্দ্রভিত্তিক ভোট সংগ্রহ করবে তৃণমূল নেতা-কর্মী। তাই আগামীকালের বিশেষ বৈঠকে গণতান্ত্রিকভাবে গোপন ব্যলটের মাধ্যমে প্রার্থী মনোনীত করতে চায় তৃণমূল নেতা-কর্মীরা।
শেখ বশির আহমেদ জানান, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এবং তৃণমূল নেতাদের গোপন ব্যালটে প্রার্থী বাছাই করতে সমর্থন করেন তিনি। এ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, প্রকাশ্যে মতামত তিনি সমর্থন করেন। ফরহাদ হোসেন বকুল জানান, তিনি ভোটে নির্বাচিত বিএনপির সাধারণ সম্পাদক। তাই তিনি দলের যে কোন সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত রয়েছেন। তারা আশা প্রকাশ করেন, জনগণ বিএনপি ও ১৯ দলের সাথে রয়েছে। ১৯ দল থেকে ১জন প্রার্থী হলেই কেবল বিজয় সম্ভব বলে দাবী করেন তিন নেতা। ৬ ইউনিয়ন বিএনপির সমর্থনের প্রার্থী আকাদ্দছ মিয়াকে টেলিফোনে পাওয়া যায়নি। তবে এ অঞ্চলের বিএনপির অন্যতম নেতা ও হবিগঞ্জ পৌর যুবদল সভাপতি কুহিনুর মিয়া ও উপজেলা কৃষকদল সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম চৌধুরী লোকমান জানান, প্রার্থীতা ঘোষনা করার অধিকার সবারই রয়েছে। তারা সম্মিলিত মতামত মেনে নিতে প্রস্তুত রয়েছে। তবে তারা চান উপজেলা নির্বাচনে এমন একজন প্রার্থী যিনি নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করবেন।