শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

বানিয়াচঙ্গের বিশিষ্ট সংবাদিক আখলাক হুসেইন আর নেই ॥ আজ বাদ জুম্মা জানাযা ॥ বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ৬১০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং প্রেসক্লাব সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার হাওর অঞ্চল প্রতিনিধি, বিশিষ্ট কলামিষ্ট আখলাক হুসেইন খান খেলু আর নেই। গতকাল বৃহস্পতিবার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের সৈদ্যারটুলাস্থ নিজ বাড়ীতে বিকাল ৪টা ২০ মিনিট এ অসুস্থ জনিত কারনে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহী…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। আজ জুম্মার নামাজ এর পর সৈদ্যারটুলা জামে মসজিদ এর সামনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুম আখলাক হুসেইন খান খেলুর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ১নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, সুজাতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ব্যবসায়ী নেতা লুৎফুর রহমান, বড়বাজার ব্যবসায়ী কলাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত আলী খান, জেলা মানবাধিকার এর সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম খোকন, প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল, সাবেক সাধারণ সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক যায়যায়দিন বানিয়াচং প্রতিনিধি শেখ জোবায়ের জসিম, বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন ও বানিয়াচং গণগ্রন্থাগার এর সভাপতি হাফেজ শিব্বির আহমেদ আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আশিকুল ইসলাম, সংবাদপত্র এজেন্ট আলহাজ্ব হাবিবুর রহমান। অপর এক বার্তায় শোক জানান, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, এডঃ নজরুল ইসলাম খান, এডঃ জসিম উদ্দিন, সাবেক ভিপি ফুয়াদ উল্লাহ খান, আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান খান আসাদ, সৌদী আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, প্রভাষক জসিম উদ্দিনসহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক খেলু দীর্ঘদিন ধরে শরীরে বিভিন্ন রোগ নিয়ে সিলেটের জালাবাবদ রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি ছিলেন। ইদানিং চিকিৎসকরা জানিয়েছিলেন তার হৃদযন্ত্রের জটিলতা, পশ্রাবে ইনফেকশন ও কিডনিতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিনের পরীক্ষা-নিরীক্ষার পর বর্তমানে তার মাথায় ব্রেইন টিউমার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো-সায়েন্স এ ভর্তি করার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার। সাংবাদিক খেলু প্রায় ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। হাওড়াঞ্চলের সুখ-দুঃখ ও জীবন সংগ্রাম কলমের ভাষায় ফুটিয়ে তোলা এ সাংবাদিক সারা জীবন লেখনির মাধ্যমে সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com