শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে অনলাইন পত্রিকা সিএইচটি মিডিয়া২৪.কম এর ২য় বর্ষপূর্তি পালন

  • আপডেট টাইম সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬
  • ৪৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অনলাইন পত্রিকা সিএইচটি মিডিয়া ২৪.কম এর ২য় বর্ষ পূর্তি অনুষ্টান পালন করা হয়েছে। গত শনিবার বিকালে নবীগঞ্জ মধ্যবাজার অফিসে পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে কেক কেটে উদ্বোধন করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, দৈনিক সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক উজ্বল সরদার, ইউপি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, নানু মিয়া চৌধুরী, সময় পত্রিকার ষ্টাফ রিপোর্টার রিপন দেব, রাজীব কুমার রায়, শিক্ষক সঞ্জয় কুমার দাশ, স্বাস্থ্য সহকারী আব্দুল মোতাক্কির, প্রবাসী সালমান আহমদ, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক জাকির হোসেন চৌধুরী, ব্যবসায়ী আরজান মিয়া, শিপন সরদার, সামিরা চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সকল মানুষই সর্বশেষ সংবাদ জানতে আগ্রহী থাকেন। এক্ষেত্রে অনলাইন পত্রিকা গুরুত্বপূর্র্ণ ভূমিকা পালন করছে। সিএইচটি মিডিয়া ২৪.কম ও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com