স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা বাজারে ইউপি সদস্য সন্তোষ গোপের বিরুদ্ধে ১০ টাকা কেজির চাউল বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। হত-দরিদ্রদের মাঝে ওই চাউল ৩০ কেজি করে দেয়ার কথা থাকলেও দেয়া হয় ২৭-২৮ কেজি। জানা যায়, উপজেলার জলসুখা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সন্তোষ গোপ তার মালিকানাধীন দিপ্তী ট্রেডার্সের নামে ১০ টাকা কেজি চাউলের ডিলারশীপ নেন। গতকাল শনিবার সকালে তিনি হত-দরিদ্রদের মাঝে চাউল বিতরণ শুরু করেন। এ সময় সন্তোষ মেম্বার চাউল ওজনে কম দিচ্ছেন বলে অভিযোগ উঠে। কেউ কেউ এর প্রতিবাদ করলে তিনি তাদেরকে হুমকি-ধমকি দিতে থাকেন। উপায়ন্তর না পেয়ে চাউল নিতে আসা লোকজন জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ মিয়ার কাছে অভিযোগ করেন। তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান ফয়েজ মিয়া ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে চেয়ারম্যানের উপস্থিতিতে যাদেরকে ওজনে কম দেয়া হয়েছিল তাদের সঠিক ওজন দিয়ে চাউল বিতরণ করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইউপি চেয়ারম্যান ফয়েজ মিয়া জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ভূক্তভোগীদের কাছ থেকে লিখিতভাবে অভিযোগ দেয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন।