বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নন্দিতনেত্রী ‘শেখ হাসিনা’…

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৯২ বা পড়া হয়েছে

কেয়া চৌধুরী
সমাজকর্মী ও রাজনৈতিক কর্মী ও সংসদ সদস্য
খুব পরিচিত একখানা ছবি। ধানমন্ডি’র ঐতিহাসিক ৩২নং ২তলা বাড়ীটির অগ্রভাগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সচরাচর ভঙ্গিতে, জনতার উদ্দেশ্যে হাত তুলে কোন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন আরবাড়ি মূল অংশের বারান্দার রেলিং ধরে, দাঁড়িয়ে আছেন এক তরুনী নারী; তিনি আর কেউ নয়, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ১৯৪৭ সালে ২৮শে সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যৈষ্ঠাকন্যা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা তাকে আদর করে ডাকতেন ‘হাসু’। পারিবারিক গভীর বন্ধনে আনন্দগণ পরিবেশে যার বেড়ে উঠা।এই অকুতভয়মহিয়ষী নারী, জননেত্রী শেখ হাসিনা আজ সত্তর বছরে পদারর্পণ করেছেন। অন্যায়, আপোষহীন ব্যতিক্রমী অগ্রণী মেধাবী ব্যাক্তিত্ব। যার জীবনে ফেলে আসা মূল্যায়নে, সামাজিক রাজনৈতিক আন্দোলন, সংগ্রামে দৃঢ়তায় এগিয়ে যাবার সাহসী ইতিহাস রয়েছে। সদা হাস্যজ্জল প্রখরতায় দ্বীপ্তময়- উদার এক মানুষ, শেখ হাসিনা। যিনি পার্থিব জীবণের সুখ-সাচন্দ্য ত্যাগ করে, প্রবেশ করেছেন এক বৃহকর্মক্ষেত্রে। অনাড়ম্ভর সহজ-সরল জীবণযাপনের মধ্যদিয়ে নিজেকে প্রস্তুত করে, সকলকে সুখী করবার তার রয়েছে ঐকান্তিক প্রচেষ্টা। যার মূললক্ষ্য পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’। আজ থেকে ৩৫ বছর আগে ১৯৮১ সালের ১৭ই মে, সেবাব্রতে উৎসগীকৃত জীবণ বোধ নিয়ে, শেখ হাসিনা ফিরে এসেছিলেন, দুঃখী বাঙালির পাশে। কর্মের মধ্যদিয়ে, শেখ হাসিনা থেকে, তিনি হয়ে উঠলেন দেশরতœ জননেত্রী শেখ হাসিনা। কর্মচাঞ্চল্যে মূখরিত শেখ হাসিনার পথচলা কখনোই নিরাপদ ছিলনা। বঙ্গবন্ধুর আদর্শের ‘বাতিঘর’কে জিয়িয়ে রাখতে, কন্যা শেখ হাসিনাকে বিপদে পরতে হয়েছে বারং-বার। তার পরও থেমে যাননি শেখ হাসিনা। যে নেত্রী মানুষের অধিকার আদায়ের মূলমন্ত্র নিয়ে দেশে ফিরলেন; দুঃখজনক হলেও সত্য, তাকেই সবচাইতে বেশি অধিকার বঞ্চিত হতে হয়েছে। মাতা-পিতা সহ পরিবারের সকল সদস্যদের মর্মান্তিক হত্যাকান্ডের পর, নিজ পিত্রালয়ে ধানমন্ডি ৩২নং বাড়িতে প্রবেশ করতে পারেন নি শেখ হাসিনা। একজন মুসলমান-হয়েও মিলাদ-কালাম পড়তে পারেন নি, সেখানে। কারণ, জিয়াউর রহমান তখন ক্ষমতায়। ক্ষমতার মসনদে বসে বাংলাদেশকে ধ্বংস লিলায় মত্ত হয়ে উঠে জিয়া ও তার অনুসারীরা। বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করার পর সবচাইতে সুবিধাভুগি ব্যক্তিত্ব জিয়াউর রহমান সবার আগে, বঙ্গবন্ধুর বিচারের পথ রুদ্ধ করে। বঙ্গবন্ধুর খুনিদের বাচানোর জন্য ইনডেমনিটি অধ্যদেশ প্রনয়নের মাধ্যমে, খুনিদের বিদেশী মিশনে চাকরি দিয়ে পুরষ্কৃত করে। পরিবারে অসংখ্য স্বজন হারিয়েও, শেখ হাসিনা ও শেখ রেহেনা বঙ্গবন্ধুর কন্যা হয়েও বিচার চাইতে পারেননি। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করায়, একজন সাধারণ নাগরিকের মতো থানায় গিয়ে একটা জিডি করার আইনি অধিকার প্রয়োগ করতে পারেননি। বঙ্গবন্ধূ তার জীবন বাজি রেখে, নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে গেলেও, মুক্তির স্বাদ দিতে পারেনি। মুক্তিযুদ্ধের পর পাকিস্তানী দোশর বঙ্গবন্ধুকে হত্যা করে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয়। পাকিস্তানী দোশর কারাগার থেকে বের করে মন্ত্রী, প্রধানমন্ত্রী বানায়। কিন্তু ৩০ লক্ষ শহীদের রক্ত, আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ; এই বাক্যতো শুধু বক্তব্য আর বিবৃতিতে দেয়ার জন্য নয়। চেতনার শক্তিতে বাস্তবে অর্জিত স্বাধীনতা ফলপ্রসুত করার জন্য শেখ হাসিনার আদর্শিক রাজনীতি। তাই ১৯৮১ সালের ১৭ই মে এক নতুন অধ্যায়ের শুরু হল। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক চেতনার মানষে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে উঠলেন বাঙালিজাতি। বাঙালির আশা-আখাংঙ্কার ভরসার প্রতীক শেখ হাসিনা। তার বিপরীতে যারা গণতন্ত্রকে বিশ্বাস করেনা, মানুষের অধিকারকে বিশ্বাস করেনা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ চায় না, সেই অপ-শক্তির কোপানলে পড়েন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আক্রমনের লক্ষ্যবস্তু হয়ে, তার উপর হামলা করা হয় ১৯ বার। সর্বশেষ, ২০০৪ সালে ২১শে আগষ্ট গ্রেনেট হামলায় শেখ হাসিনাকে হত্যা করার পৈশাচিকতার দৃষ্টান্ত হিসাবে রাজনৈতিক শিষ্টাচার বর্হিভুত কলংঙ্কিত এক অধ্যায়।
জীবণের জয়ো গানে, বাঙালির সাথে সম্পর্কিত সকল কিছুকে লালন করে, জননেত্রী মোদের, ভালবাসায় রঙ্গিন করেছেন, সকল মানুষকে। রাজনীতির অর্থ যে, ‘দেশসেবা’; এ জীবণের কথায়ইতো শুনে এসেছেন শেখ হাসিনা- তার শৈশব জুড়ে। সাধারণ মানুষের সাথে মেলা-মেশা আর মানুষকে বুঝতে পারায় এই ধারণা নিয়ে, শেখ হাসিনা আওয়ামীলীগের মতো ঐতিয্যবাহী রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে ছুটে চলেছেন। কখনো বা পায়ে হেটেঁ, আবার কখনো বা নৌকা, ট্রেনে বা ভ্যান গাড়ীতে। গ্রামে-গঞ্জে বস্তিতে, জ¦ীর্ণকুঠিরে অনাহারে-অনাদরে যারা কালাতিপাত করেছে, সেই সকল সুখ-দুঃখে গড়া মানুষগুলোর কাছে। বাংলার কোন জনপদের, কোন মানুষের, কোন তথ্যই আড়াল থাকেনি তার কাছে। বি-স্বৃত হয়-নি দেশ গড়ার কাজে কোন বীরের আত্মত্যাগের কথা। শুধু দেশে নয়, ভিন দেশের নাগরিক হয়ে, যারা বাংলার স্বাধীনতার সাহায্যের হাত বাড়িয়েছেন তাদেরকে খোজে বের করে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করেছেন। কারণ বাংলার ইতিহাস-ঐতিহ্যের কথা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার পরিবার থেকে জেনে এসেছেন। যুক্ত হয়েছেন, বাঙালির অধিকার আদায়ের সকল গণ-আন্দোলনে। বঙ্গবন্ধুর কাছ থেকে শোনা-বাংলার মাটি, বাংলার গৃহহারা, কৃষক শ্রমিক মেহনতি বাঙালির কথা। যাদের মুখে হাসি ফুটানোই- ছিল বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ। বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে বাঙালি যুদ্ধ করেছে। দেশ স্বাধীন হবার পর, বঙ্গবন্ধু ধ্বংস স্তুপের উপর দাড়িঁয়ে দেশ শাসনের কাজ শুরু করেছিলেন। স্বাধীর বাংলার মাটিতে, ৯ মাসের মধ্যে শাসনন্ত্র উপহার দিতে পেরেছেন তিনি। যে শাসনতন্ত্র ছিল জনগণের আশা-আকাঙ্কার মূর্ত প্রতীক। মানুষের অধিকার নিশ্চিত করার পাশা-পাশি, অনাগত প্রজন্ম যেন মাথা উচু করে বলতে পারে, বিশে^র অন্যতম সভ্য সমৃদ্ধ বাংলাদেশের নাগরিক আমরা। এই ছিল বঙ্গবন্ধুর ইচ্ছা। কিন্তু তাকে হত্যার মধ্যদিয়ে, বাংলাদেশের পথ হারানোর গল্প শুর হয়। মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তিকে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ‘হিরো’ বানানো হয়। পুরষ্কৃত করা হল বঙ্গবন্ধুর হত্যাকারিদের। বঙ্গবন্ধুর নামকে কফিনবন্দি করে, শহীদের রক্তে ভেজা লাল-সবুজ পতাকা তুলে দেয়া হয় যুদ্ধাপরাধীদের হাতে। দীর্ঘ ২১ বছর পথ হারানো বাংলাদেশ সন্ত্রাস-জঙ্গিবাদ, দূনীতি, নকলের মহাউৎসবের দেশে পরিণত হয়। মুক্তচিন্তার মানুষ হারাতে থাকে অফুরন্ত প্রাণশক্তি। যুব-সমাজ স্বপ্ন দেখতে ভুলে যায়, নীল-আকাঁশে লাল-সবুজ পতাকা উড়ানোর আনন্দ। অস্ত্র আর অর্থের উন্মাদনায় নতুন প্রজন্ম বিপদগামী করে, দেশ ও জনবিরোধী কাজে উৎসাহিত করা হয়। সন্ত্রাসের রঙ্গমঞ্চের শিকার হয় তরুণ প্রজন্ম। সেখান থেকে, দিশেহারা বাঙালি জাতিকে শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের বার্তা নিয়ে বঙ্গবন্ধু কন্যা; আলোর মশাল হাতে পথ দেখানো শুরু করেন। সংসদীয় গণতন্ত্রে মধ্যদিয়ে জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনলেন শেখ হাসিনা। নিপীরিত বাঙালিকে দারিদ্রতা থেকে, মুক্তিদিয়ে এক নতুন জীবন বোধে জাগ্রত করলেন। ষড়যন্ত্রের নীল নকশায় মৃত্যু অণিবার্য জেনেও, বঙ্গবন্ধুর খুনদের বিচার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ, যুদ্ধাপরাধীদের বিচারে মূখমুখী করতে, সমর্থ হন সাহসী শেখ হাসিনা। শহীদের স্বজনেরা যা, স্বপ্নে ও ভাবতে পারেনি, জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করলেন। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচারে অপরাধীদের ফাঁসি কার্য নিশ্চিত হল। জাতিকে শুধু অভিসাপ মুক্ত নয়। ১৬ কোটি বাঙালির সম্ভাবনাকে কাজে লাগিয়ে, বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নেতৃত্ব দিয়ে চলেছেন শেখ হাসিনা। বিশ^ নেতৃত্বে ‘শেখ হাসিনা’ একটি প্রসংশিত নেতৃত্বের অধ্যায়। চলতি বছরের শুরুতে জি-সেভেন সম্মেলনে বিশ^ নেতারা শেখ হাসিনার সরকারের উন্নয়নের সহযাত্রী হয়ে, পাশে থাকবার আশা ব্যক্ত করেছেন। বিশে^ নামকরা সংস্থাগুলোর জরিপ প্রতিবেদনে, উঠে এসেছে, ক্ষমতাধর বিশ^ নেত্রী হিসাবে শেখ হাসিনার, জনপ্রিয়তা কথা। বৈশি^ক সমস্যা উগ্র-জঙ্গিবাদকে ‘জিরো টলারেন্স’ ঘোষনাকারী শেখ হাসিনা, গত ১লা জুলাই ঢাকার গুলশানের একটি বিদেশি রেস্তোরায়, জঙ্গি হামলা মোকাবেলায় যে তরিৎ কার্যকারী ভূমিকা গ্রহন করেছেন। তা অনেক শক্তিধর রাষ্ট্র প্রধানেরাও সাহস নিয়ে মোকাবেলা করতে পারেন নি।
মুক্তিযুদ্ধের চেতনায় একটি ‘সুখী-সমৃৃদ্ধ বাংলাদেশ’ গড়বার লক্ষ্যে, বঙ্গবন্ধুর কন্যা এগিয়ে যাচ্ছেন। আর এই এগিয়ে যাবার পথে, সকল চ্যালেঞ্জ গ্রহণে বাংলার আপাময় জনসাধারণ তাকে শক্তি যুগিয়ে চলেছে। ৭০ বছর বয়সেও জননেত্রী শেখ হাসিনা, তার প্রতিটা মূহুত বাংলাদেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ খাদ্য সয়ং সম্পূর্ন। বিদেশে চাউল রপ্তানি করেও, ৫০ লক্ষ মানুষের কাছে, ১০ টাকা দরে ৩০ কেজি চাউল তুলে দিচ্ছেন শেখ হাসিনা। এক সময়ের মঙ্গাপীড়িত এলাকা কুড়িগ্রামের বাসিন্দা মোছাঃ জুলেখা হাসি মাখা মুখে গণ-মাধ্যমে বলেন, ‘শেখের বেটী ১০ টেকা দরে আমাদের চাউল দিতেছে’। ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মধ্য দিয়ে, ৩০ পদের ঔষধ পাঠানো হচ্ছে, প্রত্যন্ত অঞ্চলের জনগণের দ্বার গোড়ায়। মাতৃ মৃত্যু হার, শিশু মৃত্যু হার কমানোর পাশাপাশি, গৃহহীত মানুষ সরকারী ভাবে ঘর পাচ্ছে। কর্মহীন মানুষ, প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেরাই কর্মসংস্থান গড়ছে। অসম শিক্ষানীতির পরিবর্তে, সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থায় বিনা পয়সায়, গত ৮ বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। সরকারের কর্মকান্ডের বহুমূখী উন্নয়নে, বাংলাদেশের জনগণের মাথা পিচু আয় বেড়ে ৪৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ৭০ শতাংস মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে এসেছে সরকার। স্কুল, কলেজ, রাস্তা ঘাট, পদ্মা সেতুর মতো বৃহৎ সেতু নির্মান করে, এক আস্তাশীল, আশাবাদী বাঙালি জাতি বিনির্মাণ করে চলেছেন, শেখ হাসিনা। জননেত্রীর সেবা থেকে কেউ বাদ পরে না। সব্যসাচী অসুস্থ্য কবি সৈয়দ সামছুল হককে দেখতে যেমন তিনি হাসপাতালে ছুটে যান। ঠিক তেমনি ভাবে, দেশের প্রধানমন্ত্রী হয়েও পায়রা নদীর কূলঘেষা চতুর্থ শ্রেনীর ছাত্র ‘শিষেন্দু’র ডাকযোগে প্রেরিত পত্রের প্রতি উত্তর দিতে তিনি ভুলেন নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আশ্বাস দিয়ে ‘শিষেন্দু’কে লিখেন, ‘পায়রা নদীর উপরে সেতু নির্মিত হবে’। এভাবেই ব্যক্তি শেখ হাসিনা, রাজনৈতিক শেখ হাসিনা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সর্বপুরী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এগিয়ে চলেছেন। শুধু আওয়ামীলীগের নেত্রী হয়ে নয়, সারা দেশের, সারা বিশে^র নেত্রী হিসাবে।
নন্দিত শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন, তার যাত্রাপথে, পথ হারাবার শত ভয়কে অতিক্রম করে, প্রলোভন বিভীষিকা আর প্রতারণার রাজনৈতিক সংষ্কৃতিকে পদধলিত করে, সুন্দর পৃথিবীতে, একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায়। জয় হোক, জননেত্রী শেখ হাসিনা’র। তিনি দীর্ঘজীবি হোন। লাল-সবুজের নিশানা হাতে, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করুন, বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’য়। এই কামনায় তার ৭০তম জন্মদিনে জানাই প্রাণঢালা অভিনন্দন ও রক্তিম ভালবাসা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com