মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নীকে হত্যার প্রতিবাদে কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নী রায়কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানবন্ধন করেছে নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ। গত মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় নবীগঞ্জ নতুন বাজার মোড়ে হাজার হাজার জনতার উপস্থিতে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রতœদীপ দাশ রাজু। সাধারণ সম্পাদক সুকান্ত দাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা কৃষকলীগের সাবেক সভাপতি এড. সুমঙ্গল দাশ সুমন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বিজয় ভূষন রায়, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর আওয়ামীলী সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, এ এস পি শুভাশিষ ধর, জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন পাঠান, পৌর জাপা সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, প্যানেল মেয়র এটিএম সালাম, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, যুবলীগ নেতা সুবিনয় রায়, কাউন্সিলর জায়েদ চৌধুরী, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিপুল চন্দ্র দেব, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কর্ণমনি দাশ, সুখেন্দু পুরকায়স্থ, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি দুলাল চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহব্বায়ক ইকবাল আহমদ বেলাল, আনন্দনিকেতন সভাপতি প্রনব দেব, কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সহ-সভাপতি কংকন কুমার দাশ, সহ-সভাপতি অনুপ দাশ, সহ-সভাপতি প্রভাশ চন্দ্র দাশ টিটু, সাংগঠনিক সম্পাদক শংকর পাল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার দাশ হিমেল, সাংবাদিক সলিল বরন দাশ, মুজবুর রহমান, জেলা যুব সংহতি নেতা নিউটন সূত্রধর, ছাত্রনেতা অলিউর রহমান, জিবেশ গোপ, এম এ মুহিত, আমিনুর হক দুলাল, মুজাহিদুল ইসলাম, শ্রীবাস পাল (মেম্বার), বিশ্বজিৎ দাশ, সুরঞ্জন বৈদ্য, কৃষকলীগ নেতা ফারুক মিয়া, টিটু আচার্য্য, জয়ন্ত ভট্টাচার্য, শামানুর রহমান, চন্দন রায়, অরুবিন্দু দাশ, সুয়েব আহমেদ, কৃপাসিন্দু সূত্রধর, সমিরন চন্দ্র দে, গৌরিন দাশ, টিংকু দে, পলাশ দে, হারুনুর রশিদ, রাহুল দাশ, আনন্দ বিশ্বাস, জেশন আহমেদ প্রমূখ। সভায় বক্তাগণ কলেজ ছাত্রী তন্নী রায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আগামী ৭২ ঘন্টার ভিতরে আসামীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে বলে ঘোষনা দেন। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শনিবার বেলা দেড় টার দিকে তন্মী রায় ইউ.কে আই,সিটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বেড় হয়ে আর ফিরেনি। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করার ৩ দিনের মাথায় উক্ত কলেজ ছাত্রী তন্মী রায়ের বস্তাবন্দি লাশ নদী থেকে উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ড ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও কাউকে গ্রেফতারের কোন খবর পাওয়া যায় নি। তবে পুলিশের দাবী জড়িতদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে। এতে উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com