শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

অবশেষে টানা চতুর্থ বারের মতো শপথ গ্রহণ করলেন বাঘসুরা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর টানা চতুর্থ বারের মতো শপথ নিয়েছেন মাধবপুর উপজেলার ১১নং বাঘসুরা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক সাবিনা আলম।
জানা যায়, গত ২৮ মে হবিগঞ্জে অবাধ, সুষ্টু ও নিরক্ষেপ নির্বাচন অনুষ্টিত হয়। অনুষ্টিত ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও ওই ইউনিয়ন থেকে পর পর তিন বার নির্বাচিত চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ। ওই নির্বাচনেও তিনি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু কতিপয় প্রতিদ্বন্দ্বি জামানত বাজেয়াপ্ত প্রার্থী বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেয়া শহীদ মিয়া নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এনে উচ্চ আদালতে একটি নির্বাচনী মামলা দায়ের করেন। যার ফলে চেয়ারম্যানের শপথ গ্রহণ সাময়িকভাবে স্থগিত ও মামলার তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন আদালত। এতে করে অল্প কিছুদিন শপথ গ্রহণ স্থগিত থাকে। পরে তদন্ত শেষে অভিযোগটি মিথ্যা প্রমানিত হওয়ায় তাকে শপথ গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয় সংশ্লিষ্ট দপ্তরকে। এরই প্রেক্ষিতে গতকাল হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম নির্বাচিত চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট চাইতুয়ালা চৌধুরী, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেলসহ প্রশাসনের কর্মকর্তাগণ ও বাঘাসুরা ইউনিয়ন থেকে আগত বিশিষ্ট মুরুব্বীরা।
উল্লেখ্য, চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ প্রথমে ২০০০ সালে অনুষ্টিত নির্বাচনে অংশ গ্রহণ করে তৎকালীন চেয়ারম্যানকে পরাজিত করে নির্বাচিত হন। এর পর থেকে এবার নিয়ে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত হন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় সকল প্রকার অপরাধ কর্মকান্ড দমন ও জঙ্গি তৎপরতা রোধে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি অত্যান্ত সততা ও নিষ্টার সাথে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। আগামীতে তার উপর অর্পিত দায়িত্ব পালনকালে ইউনিয়নবাসীসহ সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com