প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৯ জুলাই ঢাকায় কেন্দ্রীয় কমিটির আহুত সভাতে যোগদান সহ সভাকে সফল স্বার্থক করে তুলতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি হবিগঞ্জ শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। গত জুলাই জেলা সদরে অবস্থিত টাউন মডেল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি শাহ্ জাহান। পরিচালান করেন, সাধারণ সম্পাদক অরুণ কুমার দাশ।
সভায় বক্তারা, েেদশে সর্ব প্রথম প্রাথমিক শিক্ষকদের জাতীয় করণে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের অবদান ও তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নিত করণের ঐতিহাসিক ঘোষনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তাছাড়া প্রধান শিক্ষকদের আর্থিক প্রাপ্যতা সম্পর্কে জটিলতা নিরসনের জন্য প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করা হয়। প্রত্যেক বিদ্যালয়ে প্রধান শিক্ষকগণ অভিভাবকদেরকে জঙ্গি তৎপরতা নির্মূলের লক্ষ্যে সামাজিক সচেতনতা মূলক সভা আহ্বান করে অভিভাবকদের সচেতন করে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন, মোঃ আওলাদ মিয়া, রাহেলা খানম, সুহেল চৌধুরী, আকবর আলী, সাইফুল আলম, জমির হোসেন, আব্দুল ওয়াদুদ খান, সমরেশ ভট্টাচার্য্য, আব্দুল খালেক, এ, কে, এম জাফর উল্লাহ, প্রানেশ চন্দ্র দাশ, আব্দুল কুদ্দুছ, ভূপেন্দ্র চন্দ্র দাশ, সৈয়দা গুলনাহার, মনোয়ারা বেগম, তাহমিনা বেগম, ইউনুছ মিয়া, বিপ্লব রায়, শামীম চৌধুরী, ফাতেমা বেগম ও রাত্রি রাণী রায় প্রমুখ।