শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

আইএসের কর্মীসংগ্রাহক সন্দেহে জাকির নায়েকের জনসংযোগ কর্মী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০১৬
  • ৪০৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আইএসের কর্মী সংগ্রাহক অভিযোগে প্রখ্যাত ইসলাম প্রচারক ড. জাকির নায়েকের জনসংযোগ কর্মচারী আরশিদ কুরেশিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মুম্বাই থেকে ইসলামি রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) এ কর্মচারীকে আটক করা হয়। আরশিদ তাদের কর্মচারী বলে নিশ্চিত করেছে আইআরএফ। আইআরএফের একটি ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডেকে জানিছে, আরশিদ মুম্বাইয়ের এ প্রতিষ্ঠানে অতিথি সম্পর্ক বিষয়ক ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। আইআরএফে বেশ কয়েকবছর ধরে কাজ করছেন কুরেশি। এ প্রতিষ্ঠানে গেলে প্রথমেই তার সঙ্গে সাক্ষাৎ করতে হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাভি মুম্বাইয়ের বাসা থেকে তাকে তুলে নেয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। তৃতীয় ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। এর আগে কেরালা থেকে নিখোঁজ হয় ২১ যুবক। এ ঘটনা তদন্ত করছে পালারিভাত্তম পুলিশ। ধারণা করা হচ্ছে, নিখোঁজ যুবকরা আইএসে যোগ দিতে পারে। মেরিন ওরফে মারইয়ম নামের এক নারী তার স্বামী বেস্টিন বিনসেন্ট ওরফে ইয়াহিয়ার সঙ্গে নিখোঁজ রয়েছেন। মারইয়মের ভাই ইবিন জ্যাকব (২৫) এর এ বক্তব্য রেকর্ড করেছে পুলিশ।
সূত্র অনুযায়ী, জ্যাকব অভিযোগ করেছে তার দুলাভাই বেস্টিন ও কুরেশি তাকে ইসলামে ধর্মান্তরিত হতে এবং ২০১৪ সালে আইএসে যোগ দিতে চাপ দিয়েছে। এছাড়াও বেস্টিন তার বোনকে আইআরএফের মাধ্যমে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করেছে বলে অভিযোগ করেন। জ্যাকবের বক্তব্য রেকর্ডের পর বেআইনী কার্যক্রম প্রতিরোধ আইনের ১৩ ধারা ও ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় বেস্টিন ও কুরেশির বিরুদ্ধে একটি পুলিশী মামলা দায়ের করা হয়।
এদিকে আইআরএফ এ অভিযোগকে তাদের বিরুদ্ধে চলমান যড়যন্ত্রেরই একটি অংশ বলে জানিয়েছে। মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, তারা জোরপূর্বক ধর্মান্তরকে সমর্থন করে না। মানুষকে ধর্মান্তরিত করার জন্য নিয়োগ দেয়া হয়নি কুরেশিকে।
আইআরএফের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলছেন, প্রথমত মুম্বাইয়ে জোরপূর্বক ধর্মান্তর সম্ভব না। দ্বিতীয়ত, অভিযোগ বলা হয়েছে যুবকদের ২০১৪ সালে আইএসে যোগ দেয়ার জন্য শিক্ষা দেয়া হয়েছিল। সেসময় কেউই আইএস এর ব্যাপারে সচেতন ছিল না। তাহলে কুরেশি আড়াই বছর আগে তাদের একটি সন্ত্রাসী সংগঠনে কিভাবে পাঠাতে পারে? এ ক্ষেত্রে আমরা মনে করি, এটা তৃতীয় ব্যক্তির করা অভিযোগ মাত্র।
তিনি জানান, এ মামলায় কুরেশির বক্তব্য রেকর্ড করার জন্য তাকে কোচিতে নেয়া হয়েছে। এসময় তিনি উল্লিখিত ব্যক্তিদের কারো নাম স্মরণ করতে পারেননি। তার বিরুদ্ধে এ মামলায় কোন সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া পর্যন্ত আইআরএফ তাকে সহয়াতা করে যাবে। আইআরএফের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রেরই এটি একটি অংশ বলে মন্তব্য করেন তিনি। ইন্ডিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com