স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নাঈমা ফিলিং ষ্টেশন এর সামনে ট্রাক ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৪জন ও সিএনজি চালক সহ ৫জন আহত হন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় উল্লেখিত স্থানে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামের রমই উল্লার পুত্র মোঃ ওসিম মিয়া তার শশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার সময় সিএনজি মৌলভীবাজার থ (১১-৬৭২১) ঢাকা-সিলেট মহা সড়কের নাঈমা ফিলিং স্টশনের সামনে আসলে ওই সময় ফিলিং ষ্টেশন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ত ১৮-১৮৪৫) বেপরোয়া হয়ে মহা সড়কে উঠলে আউশকান্দিগামী যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি ধূমড়ে মুছড়ে যায়। এতে সিএনজি যাত্রী গহরপুর গ্রামের রমই উল্লা পুত্র মোঃ ওসিম মিয়া (২৮), তার স্ত্রী মাহমুদা বেগম (২০), শালা শফিক মিয়া (১৫) ও ৬ মাসে শিশু পুত্র মাসুদ এবং সিএনজি চালক পানিউমদা গ্রামের আব্দুর রহমান এর পুত্র জসিম (২৫) আহত হন। আশপাশের লোকজন ট্রাকটিকে আটক এবং আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি জব্ধ করে।