বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

হবিগঞ্জে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব \ মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কঠোর হতে হবে

  • আপডেট টাইম শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাংলাদেশের ৫৬টি বাণিজ্যিক ব্যাংকসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের সম্মেলন-২০১৬  উদ্বোধন হয়েছে। বাহুবলের পুটিজুরী এলাকায় দি প্যালেস রিসোর্টে গতকাল শুক্রবার সকালে ৪ মার্চ হতে ৬ মার্চ তিন দিন ব্যাপি সম্মেলন এর উদ্বোধন করেন অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিব  ড. এম আসলাম আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোঃ রাজী হাসান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপ-প্রধান নওশাদ আলী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তৃতা করেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু হেনা মো. রেজা হাসান, বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশনের চেয়ারম্যান আনিছ এ খান, ব্যাংক এশিয়ার এএমডি আমিনুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার দেবপ্রদ দেবনাথ।
Habiganj pic 2 copyএবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ঝঃবসসরহম রষষরপরঃ ভষড়ি ড়ভ ভঁহফং ভৎড়স ইধহমষধফবংয: ঝঢ়বপরধষ ভড়পঁং ড়হ ঞৎধফব ইধংবফ গড়হবু খধঁহফবৎরহম.”
প্রধান অতিথি ড. আসলাম আলম বলেন, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন দেশের বিকাশমান টেকসই অর্থনীতি ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন স্থিতিশীল সমাজ গঠনের অন্তরায় এবং স্বাধীনতার মূল চেতনার পরিপন্থী। এ ধরণের প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রয়োজন অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংশ্লিষ্ট আইনসমূহের কার্যকর প্রয়োগ। বাংলাদেশে এ সংক্রান্ত আইন কানুন ও  বিধি বিধান প্রণয়নের ৯০ শতাংশ পেপার ওয়ার্ক সম্পন্ন হয়েছে। এখন চ্যালেঞ্জ হল এই বিধি বিধান বাস্তবায়ন করা।
তিনি বলেন, বাংলাদেশ থেকে অনেক টাকা সুইস ব্যাংকে পাচার হয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা আর মালয়েশিয়ায় টাকা পাচার করে ভিসা সংগ্রহ করছেন অনেকেই। এেেত্র টাকা পাচার হয় বাণিজ্যের মাধ্যমে। তাই এলসি ইস্যুর সময় ব্যাংকারদেরকে ব্যবসায়ীর পুরো প্রোফাইল যাছাই করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোঃ রাজী হাসান তার বক্তব্যে ব্যাংকসমূহ ভবিষ্যতে কী কী কৌশল  গ্রহনের  মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানকে বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকি হতে মক্ত রাখা যায় সে বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় ১৫০ জন ব্যাংকার অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com