স্টাফ রিপোর্টার \ সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যান সংস্থার উদ্যোগে একক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইলনা খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে শহরের আমির চাঁন কমপ্লেক্স সংলগ্ন একটি মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করে দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ লিজান খান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, হবিগঞ্জ ষ্ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মোঃ তাজুল ইসলাম, হবিগঞ্জ ব্রাক ব্যাংকের ম্যানেজার অসক দত্ত, ৫নং কাউন্সিলার গৌতম কুমার রায়, দ্যা হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রাসেল চৌধুরী, মোঃ তুহিন খান, দন্ত চিকিৎসক ডাঃ বিশ্বজিত আচার্য্য, সংগঠনের উপদেষ্ঠা রুবেল আহমেদ চৌধুরী।
এতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন শেখ সবুজ, মোঃ লিমু খান, মোঃ শামিল খান, দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি তরফদার মোঃ জাকারিয়া রুবেল, যুগ্ম সাধারন ফখরুল আলম চৌধুরী মোহন, সাংগঠনিক সম্পাদক শেখ রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাকিল চৌধুরী, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক সেলিম হোসেন জাহান, দপ্তর সম্পাদক সাঈম রহমান সিদ্দিকুর, সমাজকল্যাণ সম্পাদক রাকিব আজাদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক শওকত আলী তুষার, পরিবেশ বিষয়ক সম্পাদক জীবন মোদক, সদস্য আকিকুর রহমান, রাজন দেব, নির্মল দাশ, জানিরুল আলম নয়ন, মোঃ সাগর, মোঃ মোহন, আজিজুল রহমান রবি প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ খেলায় একক চ্যাম্পিয়ান দুলন মোদকের হাতে ট্রফি তুলে দেন। রানার্সআপ ট্রফি গ্রহণ করেন শওকত আলী তোষার।