শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

বানিয়াচঙ্গে শিক্ষকের উপর হামলা ও ইভটিজিং ঘটনা সালিশে নিষ্পত্তি সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
  • ৫৫৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ বানিয়াচঙ্গে বহুল আলোচিত ইভটিজিং এর ঘটনা ও শিক্ষকের উপর হামলার বিষয়টি অবশেষে সালিশে নিষ্পত্তি করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বানিয়াচং ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বানিয়াচংয়ের বিশিষ্টজনদের নিয়ে বিশাল এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান এর সঞ্চালনায় প্রায় ২ ঘন্টা ব্যাপী এ সালিশ বৈঠকে উলে­খযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি নির্মলেন্দু চক্রবর্তী, ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খান, ২নং উত্তর পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ৩নং ইউপি চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, ৪নং ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপূল ভূষন রায়, বিএসডি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আহমেদ, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোতাব্বির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পঞ্চায়েত ব্যক্তিত, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান ও স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রায় সহ¯্রাধিক লোক এ সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত গুলো উপস্থিত সকলকে অবহিত করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সালিশ বৈঠকে গৃহীত সিদ্ধান্তে ইভটিজিং ও শিক্ষকের উপর হামলার অপরাধে আসামীদের ৩ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা, ভবিষ্যতে এ ধরনের ঘৃন্য অপরাধ না করার শর্তে স্ট্যাম্পের মধ্যে আসামীদের মুচলেকা রাখা হয়, এ ঘৃন্য অপরাধের জন্য অনুতপ্ত হয়ে উপস্থিত সালিশায়দের কাছে ক্ষমা প্রার্থনা এবং ইলিয়াছ একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বির এর কাছে ক্ষমা প্রার্থনা করে আসামী পক্ষ। উলে­খ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর বানিয়াচং ইলিয়াছ একাডেমীর ৬ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ের আসার পথে ইভটিজিং করে প্রথম রেখ গ্রামের জনৈক মামুন মিয়া। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বির  বাদী হয়ে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামী পক্ষের লোকজন ওই শিক্ষকের বাড়ীতে হামলা করে বাড়ী-ঘর ভাংচুর ও শিক্ষক আব্দুল মোছাব্বিরকে আহত করে। এ ঘটনায় বিচারের দাবীতে পুরো বানিয়াচংবাসী স্মরণকালের মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচী হাতে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com