চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট পৌরসভার নয়ানী গ্রামের মৃত ডাঃ ইউসুফ আলীর পুত্র মোঃ নাজমুল হক ওরফে কাউছার মিয়া (৪০) কে চেক জালিয়াতি মামলা গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সাড়ে ৯টার দিকে পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার হয়। গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই আলমাছের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
পুলিশ জানায়, নাজমুল হক ওরফে কাউছার মিয়ার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।