শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

নৌকা মার্কার পক্ষে গণসংযোগকালে সিরাজ \ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন প্রধানমন্ত্রীর একটি উপহার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনন্য উপহার। দলীয় নেতাকর্মী এবং জনগণকে অধিকতর সচেতন করার জন্যই এই প্রয়াস। সারাদেশে পৌরসভা নির্বাচনে যে উৎসব শুরু হয়েছে তা প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্বের প্রকাশ। হবিগঞ্জসহ দেশের সকল পৌরসভায় নৌকার প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা ataur Rahman Selim Pic_1আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী টিপু, মোঃ শরীফ উল­াহ, মোঃ আরব আলী, এডঃ আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, মুকুল আচার্যী, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সালেহ উদ্দিন, এডঃ লুৎফুর রহমান তালুকদার, মোঃ মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, মোঃ মর্তুজ আলী, জেলা আওয়ামী লীগ নেতা এডঃ ক্ষিতিশ গোপ, মোঃ সজীব আলী, এডঃ আব্দুল মোছাব্বির বকুল, এডঃ শাহ্ ফখরুজ্জামান, হুমায়ুন কবির রেজা, সৈয়দ আফজাল আলী দুদু, পিপি এম আকবর হোসেইন জিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, লোকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাছ, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা, ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত প্রমুখ।
টাউন হল রোডে পথসভা
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে গণসংযোগ শেষে টাউন হল রোডে এক পথসভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর টিটুর সভাপতিত্বে  জেলা পৌর নির্বাচন সংক্রান্ত মনিটরিং কমিটির সদস্য সচিব পিপি এডঃ এম. আকবর হোসেইন জিতুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মিসবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জ পৌর সভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, মশিউর রহমান শামীম, মোঃ সজিব আলী, হুমায়ুন কবির রেজা, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, মুকিদুল ইসলাম মুকিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com