স্টাফ রিপোর্টার \ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর এলাকায় বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-ওই দিন বিকাল সাড়ে ৪ টার দিকে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মেজবাহুর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল উলেখিত এলাকায় অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।