গত ১৬ নভেম্বর ২০১৫ইং তারিখ মিউচুয়ার ট্রাস্ট ব্যাংক লিঃ এর হবিগঞ্জ শাখার ঋণ গ্রহিতা মেসার্স আলমগীর ক্লথ স্টোর, প্রোঃ মোঃ আলমগীর হোসেন ও এমটিবি এর ম্যানেজার মোঃ সরওয়ার হোসেনকে অগ্নি বীমা দাবীর ১,২০,৫৩০/- (এক লক্ষ বিশ হাজার পাঁচশত ত্রিশ) টাকার চেক প্রদান করেন বিজিআইসি’র হবিগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার আলহাজ্ব হারুনুর রহিম রূপজ। এতে উপস্থিত ছিলেন এমটিবি’র ডেপুটি ম্যানেজার ইশতিয়াক আহমেদ তরফদার, মোঃ সামিউর রহমান চৌধুরী, সৈয়দ আল-নাহিয়ান।