প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) হবিগঞ্জ জেলার ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সভাকক্ষে সিনিয়র সহ-সভাপতি এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মোঃ নজির হোসেন সভাপতি, আলহাজ্ব মোঃ নুর মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তরা হলেন- সহ-সভাপতি এম এ সামাদ, কার্তিক চন্দ্র দেবনাথ ও স্বপন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ শফি উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অর্থ-সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ।
বর্তমানে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ঢাকার সহ-সভাপতি পদে মোঃ নজির হোসেন ও প্রচার সম্পাদক পদে আলহাজ্ব মোঃ নুর মিয়া দায়িত্বপ্রাপ্ত রয়েছেন।