মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

ইভটিজার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বানিয়াচঙ্গে স্মরণকালের মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ৪২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ইভটিজার ও সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বানিয়াচঙ্গে স্মরণ কালের মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ডাঃ ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয় থেকে থানা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার লোকজন এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। বিশাল এ মানববন্ধন চলাকালীন পুরো বানিয়াচঙ্গের সকল শ্রেনী পেশার মানুষজন এ ঘৃন্য কাজের জন্য ঘৃনা প্রকাশ Baniyachanj-2 copyকরে মানববন্ধনে অংশ গ্রহণ করে সংহতি প্রকাশ করেছেন। মানববন্ধনের পরপরই ডাঃ ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও ডাঃ ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন খান। জনাব আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাফিউজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং সিনিয়র আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আব্দাল হোসেন খান, আইডিয়েল কলেজ এর প্রিন্সিপাল স্বপন কুমার দাশ, এল আর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপূল ভূষন রায়, ডাঃ ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহমদ আলী, গোলাম রব্বানী, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, রতœা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, বিজিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলমসহ সকল শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধিবৃন্দ। বক্তারা এখন পর্যন্ত মূল আসামী গ্রেফতার না হওয়ায় প্রশাসনের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত মূল আসামীদের গ্রেফতার না করা হলে আগামী রোববার থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হয় উক্ত সভা থেকে। এদিকে ডাঃ ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বির’র ছেলে এএম জাহিদুল আমীন বাদী হয়ে বাবু মিয়া (২০) কে প্রধান আসামী করে জনি, তুষার, মামুন মিয়া, রিয়াদ মিয়া, রাহিন মিয়া, আলফু মিয়া, মখলিছ মিয়া ও আরজু মিয়ার নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। গতকাল প্রথম রেখ গ্রামে অভিযান চালিয়ে আসামীদের নিকটাত্মীয় মিজানুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি। যার দরুন দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এজহারভূক্ত আসামীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।
উল্লেখ্য, বানিয়াচং ইলিয়াছ একাডেমীর জনৈক এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় বখাটের বিরুদ্ধে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেয়ায় ডাঃ ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক আবদুল মোছাব্বির এর বাড়িতে সন্ত্রাসী হামলা করেছে বখাটের স্বজনরা। গত রোববার রাত ৮টার দিকে প্রথমরেখ মহল্লার বাড়িতে এই সন্ত্রাসী হামলা  চালানো হয়েছে। সন্ত্রাসীরা শিক্ষকের ঘর-দরজা ভাংচুর ও ঘরের আসবাবপত্র তছনছ করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় শিক্ষকের ভগ্নিপতি আবদুল মতিন ও তার স্ত্রী আহত হন। এদিকে বর্বরোচিত হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে উপজেলা পরিষদ মাঠে গত সোমবার বিক্ষোভ কর্মসূচী পালন করেন উপজেলা সদরের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষকগণ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করেন। ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিরা সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন। গতকাল পর্যন্ত এজহারভূক্ত কোন আসামী গ্রেফতার হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com