রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু এলাকায় শোকের ছায়া শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে-জালাল আহমেদ নবীগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক আব্দুল হান্নান-এর আহ্বান নবীগঞ্জে রিমনের মৃত্যুতে শহরে থমথমে পরিস্থিতি পুলিশের টহল জোরদার ॥ মার্চেন্ট এসোসিয়েশনের সভা স্থগিত মায়ের কবরের পাশে হত্যার শিকার রিমন দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে-সৈয়দ শাহজাহান জনি হত্যা মামলার আসামি সাজুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বানিয়াচং মডেল প্রেসক্লাব পূনর্গঠন সভাপতি লিটন, সম্পাদক সফিকুল নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

এরশাদকে জোর করে এমপি বানানো হচ্ছে: বিশেষ উপদেষ্টা

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৪৪৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পার্টি চেয়ারম্যানের মুখপাত্র ও বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ বলেছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গ্রহণ না করে এইচ এম এরশাদকে জোর করেই নির্বাচনে ঠেলে দিয়ে এমপি বানানো হচ্ছে। গতকাল শনিবার গুলশানের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, এরশাদ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন। ববি বলেন, উনি (এরশাদ) ইলেকশন করবেন না। উনাকে জোর করে এমপি বানিয়ে দেয়া হচ্ছে। এরশাদের সঙ্গে সরকারের কেউ কেউ হাসপাতালে আলোচনা করেছেন বলে বিভিন্ন সংবাদপত্রে যে খবর বেরিয়েছে, তা সত্য নয় বলে দাবি করেন তিনি। নাটকীয় এক ঘোষণায় দশম সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেও এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন নির্বাচন কমিশন গ্রহণ না করায় প্রার্থীর তালিকায় তার নাম থাকছে। গত বৃহস্পতিবার আকস্মিকভাবে র‌্যাব পাহারায় এরশাদের সিএমএইচে যাওয়া ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রথমে জাতীয় পার্টির এক নেতা বলেন, তার দলের চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তবে তা অস্বীকার করে র‌্যাব। ওই রাতে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সংবাদ সম্মেলন করে বলেন, অসুস্থ হওয়ায় এরশাদ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে আটক করা হয়নি। পরদিন এরশাদের ভাই ও দলের সভাপতিমন্ডলীর সদস্য জি এম কাদেরকে পাশে রেখে সংবাদ সম্মেলন করেন হাওলাদার। এরপর এক বিবৃতি পাঠিয়ে ববি বলেন, এরশাদ ‘আটক’ রয়েছেন। জি এম কাদের ও হাওলাদারের ওই সংবাদ সম্মেলনে দেখা যায়নি এরশাদের স্ত্রী ও দলের সভাপতিমন্ডলীর সদস্য রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নুকে। এরা নির্বাচনে অংশ নেয়ার পক্ষে বলে সংবাদ মাধ্যমের খবর। এর মধ্যে শুক্রবার রওশন এরশাদের সঙ্গে দেখা করতে যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদকে। রওশনকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে বলে যে খবর এসেছে, তা নাকচ করেছেন ববি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com