বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

শরের রাজনগর এলাকার বেদখলকৃত জেলা পরিষদ কোয়ার্টারটি দখলমুক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর এলাকার বেদখলকৃত জেলা পরিষদ কোয়ার্টারটি দখলমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া জামিলের নেতৃত্বে একদল পুলিশ কোয়ার্টারটি দখলমুক্ত করেন।
জানা যায়, সাইফুল ইসলাম নামে জেলা পরিষদেরই এক কর্মচারি চাকুরীর সুবাদে এটি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি দুর্নীতির কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। কিন্তু এরপরও তিনি ওই কোয়ার্টারটি দখল করে রাখেন। এ ব্যাপারে জেলা পরিষদ কর্তৃপক্ষ কোর্টে মামলা করলে দখলমুক্ত করার আদেশ দেয়া হয়। কোর্টের আদেশ পেয়ে গতকাল ওই সময় ম্যাজিস্ট্রেট ও এসআই কৃষ্ণ মোহনসহ একদল পুলিশ বাসায় গিয়ে এটি দখলমুক্ত করতে চাইলে সাইফুল বলে আমাকে দখলমুক্ত করার দরকার নেই। সময় দেন নিজেই চলে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com