সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইনাতগঞ্জে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাড়ির পুলিশ হত্যা মামলার ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত আকিব উদ্দিনের পুত্র আক্তার হোসেন (৩৩) ও জগন্নাথপুর উপজেলার আলিপুর গ্রামের আলিম উল্লার পুত্র শামছু মিয়া (৩৫)। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা গোপন সংবাদের ভিত্তিতে আক্তার হোসেনকে দিঘীরপাড় তার বাড়ি থেকে ও শামছুকে সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজার থেকে গ্রেফতার করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই লুৎফর রহমান একদল পুলিশ নিয়ে ইনাতগঞ্জ ফাঁড়িতে আসলে ফাড়ির পুলিশ দু’জনকে তাদের হাতে সোপর্দ করেন। পরে আসামীদের জগন্নাথপুর থানায় নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের আলিম উদ্দিন ও তার চাচাতো ভাই লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনের মধ্যে ইনাতগঞ্জ বাজারের দোকান ঘর ও জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯ মার্চ ইনাতগঞ্জ বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০/৩০জন লোক আহত হন। গুরুতর আহত দিঘীরপাড় গ্রামের জয়নাল মিয়াকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর জয়নাল মিয়ার মৃত্যু হয়। এ ব্যাপারে আবুল কালাম আজাদ বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়েরে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com