শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনেহবিগঞ্জ নাগুড়া ফার্মের সাফল্য

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নাগুড়া ফার্মে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর  মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. এএসএম মাসুদুজ্জামান দীর্ঘদিন গবেষণা চালিয়ে বিআরএইচ-৯-১১-৪ ৫বি সারিটি উদ্ভাবন করেছেন। যার ফলন ক্ষমতা বোরো মৌসুমে হেক্টর প্রতি প্রায় ৮ টন পাওয়া যাবে। শনিবার বিকেলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নাগুড়ার গবেষণা মাঠে ফসল কর্তনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এই ধান উদ্ভাবনকারি ড. এএসএম মাসুদুজ্জামান জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ যাবত ৬৮টি ধানের জাত উদ্ভাবন করেছে। যার ফলে জমি হ্রাস পাওয়ার পরও দেশের খাদ্য উৎপাদন তিন গুণেরও বেশী বেড়েছে। বোরো মৌসুমে ব্রি ধান২৮ এবং ব্রি ২৯ ব্যাপক জমিতে চাষাবাদ হয়ে থাকে। ব্রি ২৮ এর ফলন ক্ষমতা হেক্টর প্রতি ৬.৫ টন এবং ব্রি ২৯ এর ফলন ক্ষমতা হেক্টর প্রতি ৭.৫ টন। সাম্প্রতিক কালে বিআরএইচ-৯-১১-৪ ৫বি নামক একটি অতি উচ্চ ফলনশীল ধানের কৌলিক সারি উদ্ভাবন করা হয়েছে। যার ফলন ক্ষমতা বোরো মৌসুমে হেক্টর প্রতি প্রায় ৮ টন। ধানের এই কৌলিক সারিটির জীবনকাল ১৪৭ দিন যা ব্রি ধান২৮ এর প্রায় সমান। তবে এর ফলন ক্ষমতা ব্রি ২৯ এর থেকেও বেশী। প্রতি গোছায় এর কার্যকরী কুশির সংখ্যা ১৮টিরও বেশী। এর প্রতিটি শীষে পুষ্ট ধানের সংখ্যা প্রায় ২৫০টি। আবিস্কৃত ধানটি ঝড় বৃষ্টিতে হেলে পড়ে না। ধান দেখতে চিকন এবং লম্বা। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর যৌথ উদ্যোগে পরিচালিত আইআর আরআই-সিএসএসএ প্রকল্পের আওতায় বিগত ৭ বছর গবেষণার পর এই উচ্চ ফলনশীল ধানের কৌলিক সারিটি উদ্ভাবন করা সম্ভব হয়েছে। ধানের এই কৌলিক সারিটি জাত হিসেবে অবমুক্ত করা হলে দেশের ধান উৎপাদন অনেক বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।
মাঠ কর্তন দিবসে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহ আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার চন্দন কুমার মহাপাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com