শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

নবীগঞ্জে কালবৈশাখী তাণ্ডব ॥ সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ॥ নিহত ১ ॥ নিরাশ্রয় হাজার হাজার মানুষ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ভয়াবহ কাল বৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো উপজেলা। এমন কোন গ্রাম নেই যেখানে ক্ষয়ক্ষতি হয়নি। কোন কোন এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বিধ্বস্ত ঘর চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। সহস্রধাকি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। খোলা আকাশের নিচে অনেক পরিবার নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে মানবেতর অবস্থায় 17পতিত হয়েছে। নিম্ন আয়ের পরিবারের লোকদেরই এমন দুর্দশায় পড়তে হয়েছে। সহজে ঘরবাড়ি তৈরী করতে পারবে এমন সম্ভাবনাও নেই। ব্যাপক ক্ষতি হয়েছে উঠতি বোরো ফসলের। কোন কোন এলাকায় পাকা বোরো ধান ছড়া থেকে পুরোপুরি ঝরে গেছে। কৃষকদের মধ্যে হা-হুতাশা শুরু হয়েছে। বিদ্যুত বিপর্যয় ঘটেছে চরমভাবে। অনেক স্থানেই বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। গ্রামাঞ্চলে কবে নাগাদ বিদ্যুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে তা কর্তৃপক্ষই বলতে পারছেনা। গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় পৌণে ২টার দিকে শুরু হয় কালবেশাখীর তাণ্ডব। ঝড়ে পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে একটি ঘরের উপর গাছ পড়ে বিধ্বস্ত ঘরে থাকা রমজান আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলায় অন্তত ৫০জন আহত হয়েছে। শিক্ষা প্রতিষ্টান, বাড়ি ঘর, গাছ পালা, কাচা, পাকা ঘর বাড়ি, ঘরের চালা, বিদ্যুতের খুটিসহ বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় সহস্রাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে, পৌরসভার তিমিরিপুর, পাইকপাড়া, গয়াহরিসহ দেবপাড়া, আউশকান্দি, কুর্শি, বড়ভাকৈর পুর্ব, বড়ভাকৈর পশ্চিম, নবীগঞ্জ সদর দেবপাড়া, পানিউমদা, গজনাইপুর, বাউশা, কুর্শি, দীঘলবাক, ইনাতগঞ্জ, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন। কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামের জনৈক ব্যক্তি টেলিফোনে এক্সপ্রেসকে জানান, ওই গ্রামের অর্ধেকেরও বেশী ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন আশ্রয় নেয়ার জায়গা পাচ্ছেনা। কোন কোন পরিবার আত্মীয়স্বজনদের বাড়িতে আশ্রয় নিলেও অনেক পরিবার অতি কষ্টে দিনাতিপাত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com