প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেছেন, আজকের বাংলাদেশ ৪৪ বছর আগের দেশ নয়। দেশ অনেক এগিয়ে গেছে। স্বাধীনতার পর খেলাধুলা, মেধাসত্ত্ব, গবেষণাসহ বিভিন্ন দিকে এগিয়ে গেছে। এখন দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সকলের।
নবীগঞ্জ উপজেলার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ে গত ২০ এপ্রিল শেভরন বাংলাদেশের অর্থায়নে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে শেভরন শিক্ষা কর্মসূচীর আওতায় শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৬নং কুর্শি ইউপি চেয়ারম্যান ও স্কুল কমিটির সভাপতি সৈয়দ খালেদুর রহমান খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, শেভরন বাংলাদেশ-এর ম্যাটেরিয়াল সুপারভাইজার (সাপ্ল্যাই চেইন ম্যানেজমেন্ট) অমিয় ভূষণ ভট্টাচার্য, সিনিয়র কো-অর্ডিনেটর (কমিউনিটি এনগেজমেন্ট) আব্দুল লতিফ, বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শুকলা দেবনাথ, মাস্টার সিরাজুল ইসলাম, আবুল কালাম মিঠু, দিল বাহার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য নূর মিয়া ও স্কুল কমিটির সদস্য আফজাল মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে ৬নং কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ বলেন, কেউ ভাল ও কল্যাণকর উদ্যোগ নিলে সমাজের সহৃদয়বান মানুষরা এগিয়ে আসে।
উল্লেখ্য, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ে ৩০জন শিক্ষার্থীদের মধ্যে শেভরন শিক্ষাবৃত্তি ও উপকরণ প্রদান করা হয়েছে।