সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি ॥ ফসলের ব্যাপক ক্ষতি ॥ ১০ ঘন্টা বিদ্যুতবিহীন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা সিলেট কিশোর হত্যার দায়ে বানিয়াচঙ্গের যুবক আটক আয়া চন্দনা রাণীর পোস্টিং লাখাই কাজ করছেন হবিগঞ্জ মাতৃমঙ্গল হবিগঞ্জ পৌরসভা থেকে অবসরপ্রাপ্ত ১৫ কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল আহমেদের মনোনয়নপত্র বাতিল ধুলিয়াখাল থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ৩ ঘন্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা ॥ ভোগান্তি উপজেলা পরিষদ নির্বাচন হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল মানবসেবার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০১৯ সালে সরবরাহ হবে ২০০ কোটি স্মার্টফোন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
  • ৩০৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ৪ বছর পর বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ দাঁড়াবে ২০০ কোটি ইউনিট। এর অর্ধেকের বেশি হবে ফোরজি নেটওয়ার্ক সমর্থিত। সম্প্রতি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সিসিএস ইনসাইট এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়।
নতুন প্রতিষ্ঠান ও উন্নত প্রযুক্তির কারণে স্মার্টফোনের বাজার বাড়ছে। সেবার পরিধি বাড়ার কারণে গ্রাহকের কাছেও স্মার্টফোনের চাহিদা বাড়ছে। ২০১৯ সালে মোট সেলফোন সরবরাহ হবে ২৩৫ কোটি ইউনিট। যেখানে চলতি বছর ২০৭ কোটি ইউনিট সেলফোন সরবরাহ হবে বলে পূর্বাভাসে জানানো হয়। আর ২০১৯ সালের মধ্যে সরবরাহকৃত মোট সেলফোনের ২০০ কোটিই হবে স্মার্টফোন। যেখানে চলতি বছর স্মার্টফোন সরবরাহ হবে ১৪৮ কোটি ইউনিট। ২০১৫ সালে বিশ্বব্যাপী ফোরজি সমর্থিত স্মার্টফোন সরবরাহ হবে ৬৭ কোটি ইউনিট। ২০১৯ সালের মধ্যে এ সংখ্যা ১২৯ কোটিতে দাঁড়াবে।
বিশ্বব্যাপী উদীয়মান বাজারগুলোয় স্মার্টফোন ব্যবহারের হার বাড়ছে। ২০১৭ সালের পর পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার বাইরের বাজারগুলোয় স্মার্টফোন সরবরাহ অধিক হারে বাড়বে। সিসিএস ইনসাইটের কর্মকর্তা যশদীপ বাদিয়াল বলেন, ‘২০০৭ সালে প্রথম আইফোন আসার পর অন্যান্য স্মার্টফোনের বিক্রি কমে যায়। পুনরায় এ ধরনের কোনো ঘটনা না ঘটলেও ২০১৭ সালের পর পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকায় স্মার্টফোন বিক্রি কমবে।’
তিনি আরো জানান, ট্যাবলেট, স্মার্টঘড়ি বা ভার্চুয়াল রিয়েলিটির মতো ডিভাইসগুলোয় যে হারে সৃজনশীল নকশা ও ফিচার যুক্ত হচ্ছে, স্মার্টফোন খাত সে তুলনায় পিছিয়ে রয়েছে। এ কারণে বাজার বিশেষে স্মার্টফোন বিক্রি কমতে পারে। সৃজনশীল নতুন ফিচার বা নকশা না থাকায় স্মার্টফোনের গুরুত্ব কমছে বলেও মন্তব্য করেন তিনি। তবে সামগ্রিকভাবে আগামী কয়েক বছর স্মার্টফোন বিক্রি বাড়বে বলেই ধারণা বিশ্লেষকদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com