স্টাফ রিপোর্টার ॥ বাংলা পাক ভারত উপ-মহাদেশের স্বাধিনতা আন্দোলনের অগ্রদূত শায়খুল ইসলাম কুত্বুল আলম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহ. এর অন্যতম খলীফা হবিগঞ্জ তথা সিলেটের প্রবীণ বুযুর্গ, বানিয়াচং ইসলাহুল উম্মাহ্ পরিষদের উপদেষ্ঠা পীরে কামেল আল্হাজ্ব মাওলানা শাহ্ আব্দুল মান্নান শায়খে গুনই গতকাল ৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য শিষ্য, ভক্ত ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ বাদ আসর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাধীন গুনই গ্রামে তার নামাজে জানাযা অনুষ্টিত হয়।
হজরত শায়খে গুণই ১৯২৭ সালে হবিগঞ্জ জেলার বানিযাচং থানার ঐতিহ্যবাহী গুনই ফকিরবাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শাহ শফিক আলী। শায়খে গুনই ছিলেন শাহ জালাল (রহ.)-এর অন্যতম সঙ্গী হজরত শাহ তাজউদ্দীন কুরাইশী (রহ.)-এর বংশধর।
শায়েখে গুনইর এর ইন্তেকালে ‘বানিয়াচং ইসলাহুল উম্মাহ্ পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক প্রকাশকারী নেতৃবৃন্দরা হলেন, পরিসদের সভাপতি মাওলানা ডা: বশীর আহমদ, সহ সভাপতি মুফতী নাসির উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা রওশন ইজদানী, যুগ্ম সম্পাদক মাওলানা সাদিক আহমদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ ডা: হার”নুর রশীদ, আলহাজ্জ্ব আব্দুশ শহীদ সর্দার, আলহাজ্জ মোঃ খলীলুর রহমান, মাওলানা মুজীবুর রহমান এবং আরশাদ হুসেন খান মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
ইংলেন্ড এ অধ্যায়নরত মরহুমের নাতি শাহ ফয়জুর রহমান ফয়েজ সকলের নিকট মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন।