স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের অবকাটামোগত উন্নয়নে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান হিসেবে দেয়া হয়েছে। গতকাল প্রতিষ্ঠানের অফিস কক্ষে মতবিনিময় শেষে এ অনুদান দেয়া হয়। অনুদান গ্রহণ করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত। ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ মাষ্টার) এবং ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার যুক্তরাজ্য প্রবাসী এনটিভি প্রতিনিধি মঈনুল ইসলাম দুলাল আনুষ্ঠানিকভাবে অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আবদুল মালিক চৌধুরী, তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফাউন্ডেশনের সমন্বয় কমিটির সভাপতি মোঃ সোহেল আহমদ, সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের সিনিয়র শিক্ষক সুমন আহমদ, রবীন্দ্র পাল, শাবানা আক্তার, শিমু বেগম, অঞ্জন রায়, আকলাকুর রহমান, অফিস সহকারী মুজিবুর রহমান প্রমূখ। উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় বিশেষ অবদান রেখে আসছে মাষ্টার ফাউন্ডেশন। উল্লেখ্য, কুর্শি ইউনিয়নের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হ্ইাস্কুল নিয়মিত পিইসিই পরীক্ষায় নিয়মিত সরকারী বৃত্তি ছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকে শতভাগ সফলতা অর্জন করে সুখ্যাতি অর্জন করেছে।