স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার একটি জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হয়ে নামের আগে প্রফেসর “ডাক্তার” উপাধি ব্যবহার ও প্রেসক্রিপশনে ওষুধ লেখার অপরাধে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস এই অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস জানান, আব্দুর রহমান একজন ফিজিও থেরাফিস্ট হয়েও নিজের নামের আগে প্রফেসর ডাক্তার ব্যবহার করে ব্যবস্থাপত্র দেয়ায় বাংলাদেশ মেডিক্যাল ডেন্টাল কাউন্সিল আইন ২৯ এর ধারায় এই জরিমান ও কারাদন্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা আদায় হওয়ার পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ আদনান জামান উপস্থিত ছিলেন শরীফ মোঃ আদনান জামান জানান, সিভিল সার্জন ডা. নত্নদ্বীপ বিশ্বাসসহ হাসপাতালটি স্বাস্থ্য বিভাগের নিয়মিত পরিদর্শকালে আব্দুর রহমান কতৃক স্টেরয়েড, এন্টিবায়োটিকসহ বিভিন্ন ঔষধ লিখে ব্যবস্থাপত্র দেয়ায় বিষয়টি জেলা প্রশাসক ড. ফরিদুল হককে অবহিত করেন। জেলা প্রশাসক এসে এই ঘটনার প্রমাণ পেলে তার নির্দেশে ভ্রাম্যমান আদালত আব্দুর রহমানকে ১ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, উচ্চ আদালতেরও নির্দেশ রয়েছে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের সনদ ছাড়া কেউ ডাক্তার উপাধী ব্যবহার করা যাবে না।